বিকাশ ঘোষ ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সমানভাবে কাজ করে যাচ্ছেন। ন্যায়ের পথে থেকে এই কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন অবকাঠামো ও রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনা ধর্মীয় ও নৈতিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। পিতার দেখানো পথ ধরে তিনি সব ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় দেশের মন্দির গুলো আধুনিকায়ন করা হচ্ছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি ২০২৩) দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্তৃক বিভিন্ন মন্দিরে চেক প্রদানকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ই্উপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমূখ।

















