Thursday , 23 March 2023 | [bangla_date]

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী, দোয়া ও আলোচনা সভা

বুধবার ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমি’র যৌথ আয়োজনে উত্তর গোবিন্দপুর নিজস্ব কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআনখানি, র‌্যালী, ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুস্তম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি’র উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। কোরআন তেলাওয়াত করেন মাওঃ জসিম উদ্দিন, সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইমাম প্রশিক্ষন একাডেমি’র কেয়ার টেকার মোঃ আজাদ কামাল রনি।
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, ইসলামের প্রচার ও প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছেন। তার অক্লান্ত পরিশ্রমে এ দেশ উন্নয়নের একটি রোল মডেল হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তার কথা সাধারন মানুষের মাঝে ইমাম সাহেবদের জানাতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত