Thursday , 23 March 2023 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের শিশু নেতৃত্বে প্রচারণা হিসেবে “আমার গ্রাম-আমার দায়িত্ব” শীর্ষক বাল্য বিবাহ মুক্ত গ্রাম করার লক্ষে প্রচারনা

বুধবার দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রাজাপুকুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্যবিবাহ মুক্ত গ্রাম করার লক্ষে শিশু নেতৃত্বে প্রচারণা (নাটক, পটগান, ফ্র্যাসমর, মেলায় স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের বিরুদ্ধে সংস্কৃতিক প্রতিরোধে সম্প্রদায়ের সংবেদনশীল) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর এপি, দিনাজপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান, শশরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান ও হরিরামপুর ডিভিসি’র সভাপতি মোঃ শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু ফোরামের পক্ষে ছাত্রী সুমাইয়া আক্তার।
প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প অফিসার টনি উইলসন ডি কস্তা। ডিভিসি, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, পিতা-মাতা ও এলাকার জনগণের অংশগ্রহণে বাল্যবিবাহ মুক্ত গ্রাম করতে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার বিকল্প নেই। ১৮বছরের নিচে বিয়ে হলে সেটাই বাল্য বিবাহ। তা সকলকে জানাতে হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।“আমার গ্রাম, আমার দায়িত্ব শিশুর জীবন হউক বাল্য বিবাহ মুক্ত”-শীর্ষক সচেতনতামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু শিল্পীরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুরমু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারােলে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী ও শাশুড়ি

দেশকে সবুজে সবুজে ভরে তুলতে কাজ করছে সরকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় এডিপির প্রকল্পে অনিয়মের অভিযোগে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও প্রকৌশলীকে নোটিশ

বীরগঞ্জে ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায়

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যু ফাঁদ, আতংকিত রোগী ও স্বজনরা

‘আজ মাকে খুব দেখতে ইচ্ছে করছে’, ঈদেও এতিমখানায় একা শিশু

জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন

ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে বীরগঞ্জে মটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন পাওনা বকেয়া আদায়ের জন্য মানববন্ধন

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জীবনাদর্শন ৪৬ টি বই বিতরণ