Wednesday , 1 March 2023 | [bangla_date]

চিরিরবন্দরে চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল কলেজ ছাত্রের

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর-পাবর্তীপুর রেলওয়ে রুটে চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে জাতীয় পদক প্রাপ্ত খেলোয়াড়।
মাশরাফি হোসেন মারুফ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পৌঁণে ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত মাশরাফি হোসেন
মারুফ চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনায় উপজেলার ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যোগে মারুফ তার কয়েকজন বন্ধু মিলে দিনাজপুরে আসছিলেন। চিরিরবন্দর স্টেশনে ওই ট্রেনের কোন স্টপেজ ছিল না। তবে দিনাজপুর থেকে ছেড়ে আসা কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের চিরিরবন্দর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিং ছিল। তাই চিরিরবন্দর স্টেশন অতিক্রম করার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গতিসীমা কম থাকায় মারুফ হোসেন ট্রেনের ভিতর থেকে মাথা বের করে দিয়ে বাইরে উঁকি দেয়ার সময় সিগন্যাল বারের সাথে ধাক্কা লেগে সে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন
নিহত মারুফের চাচা আলাউদ্দিন জানান, তিনদিন পূর্বে মারুফ তার কলেজের বন্ধুদের সাথে এক সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকায় গিয়েছিল। ওই প্রতিযোগিতায় মারুফ দ্বিতীয় স্থান অর্জন করেছিল। গত ২৭ ফেব্রুয়ারি রাতে বাড়িতে ফেরার জন্য তারা ট্রেনে উঠেছেন। মঙ্গলবার সকালে তাদের দিনাজপুরে আসার কথা ছিল। বাড়ির নিকট এসে সে এ দূর্ঘটনার স্বীকার হলো। মারুফ ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমস সাইক্লিং প্রতিযোগিতায় দুইটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক লাভ করে। সে চিরিরবন্দর ক্রীড়া সংস্থার নিয়মিত এ্যাথলেট ও সাইক্লিস্ট। সে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় কয়েকবার পদক অর্জন করেছিল।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর জিআরপি থানায় সংবাদ দেয়া হয়েছে। দিনাজপুর জিআরপি থানার তদন্তকারী কর্মকর্তা মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান ও চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তার গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ও বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে বীরগঞ্জে আনন্দ র‌্যালী

বীরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, থানায় অভিযোগ

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আমি প্রার্থী হয়েছি বলেই আপনাদের কদর বেড়েছে স্বতন্ত্র প্রার্থী তারিকুল

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে পিডিবির সম্পদ ও জিনিসপত্র হরিলুট !

ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন

বীরগঞ্জে অসহনীয় যানজটে নাজেহাল পৌরবাসী

ছাত্র মৈত্রীর জেলা কাউন্সিলে মাহমুদুল হাসান মানিক শিক্ষায় বৈষম্য-দুর্নীতি ও দলদখলদারিত্ব নিমূল করে মেহেনতি মানুষের কাছে শিক্ষা ফিরিয়ে আনতে হবে

বালিয়াডাঙ্গীতে পারিবারিক জমির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে হাসপাতালে ভর্তি

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ