Tuesday , 21 March 2023 | [bangla_date]

জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম। অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সাইফুদ্দীন আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টো, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য মিহির ঘোষ।
এসময় জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু এর অনুষ্ঠান পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. বুনু বিশ^াস।
জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ডিবেট, নৃত্যু, নাটক, সংগীত, ডিসপ্লে, দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট প্রদর্শনী পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানের শেষের দিকে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত