Friday , 17 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ মজিবর রহমান শেখ,
“স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৭ মার্চ শুক্রবার সকল ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যাস্তের পর সৌন্দর্য বন্ধন সাজসজ্জা এবং আলোকসজ্জা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। পরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে দরিদ্র জনগোষ্ঠী, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির, গীর্জা সহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। বালিয়াডাঙ্গী
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী
উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, এ সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা( ভূমি) কমিশনার , বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, সহ- সভাপতি জুলফিকার আলী, বীর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, সাংবাদিক সহ
প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পাউবো’র কাজে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করলেন এলাকাবাসি !

বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা পিনাক চৌধুরী

ঠাকুরগাঁওয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে মারা গেলো ৩ দিনের শিশু

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় কোর্ট চত্বর ও ডিসির চত্বর পরিস্কারের দায়িত্ব নেয় — আকলিমা

হরিপুরে ৪ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মাঝে জার্র্সি বিতরণ

বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম হাফেজা উম্মে সায়মাকে সংবর্ধনা