Tuesday , 21 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কৃষক লীগের সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরুর পর দেশে খাদ্য সংকট তৈরি হতে পারে এমন ধারনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নির্দেশ দিয়েছিলেন এক ইঞ্চিও জমি ফেলে রাখা যাবে না। বাড়ির আঙিনা থেকে শুরু করে পতিত থাকা সকল জমি আবাদ করতে হবে। তাহলেই দেশের খাদ্য সংকট তৈরি হবে না। সেটি বাস্তবায়ন হয়েছে। এক ইঞ্চিও জমিও ফাঁকা নেই, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হয়েছে বলেই আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। সোমবার ২০ মার্চ সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম এমপি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দেখবেন এখন বাড়ির আঙিনা নয়, মানুষ বাড়ীর ছাদেও শাক-সবজি আবাদ করছে। এতে খাদ্যের পাশাপাশি পুষ্টির চাহিদা মিটছে। বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করে এমপি দবিরুল ইসলাম বলেন, তাদের (বিএনপি’র) আমলে সরকারি সার পেতে কৃষকদের জীবন দিতে হয়েছে। আর আ.লীগ সরকার বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে কৃষকদের। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও আ.লীগ সরকার, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা আনতে হবে। এজন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমানের সভাপাতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আলী সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান প্রমুখ।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিরুল ইসলাম সুমন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সুগারমিলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

দ. কোরিয়ার কর্মকর্তা হত্যা: ক্ষমা চাইলেন কিম জং উন

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

খানসামায় ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলায় ভিড়

ঠাকুরগাঁওয়ে কৃষি বর্জ্য ও মাটি থেকে পরিবেশ বান্ধব ইট তৈরি করলেন — আরমান রেজা

আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের  পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা, আসামি পলাতক

শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বদলি হওয়া কর্মকর্তাদের দখলে সরকারি কোয়ার্টার