Thursday , 16 March 2023 | [bangla_date]

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। আজকের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশের কারিগর হবে। তাই শিক্ষিত জাতি গড়তে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মাধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ দেশ আরও কখনো পিছিয়ে যাবে না। দেশকে যারা পিছনে নিয়ে যেতে চায় তাদেরকে জনগন প্রত্যাখান করেছে। উন্নয়নের জন্য বারবার জনগন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আজকে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নশীল দেশের পরিনত হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চল হলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। বিএনপি-জামায়াতের আমলে বেকারদেরকে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করা হয়েছে। এখন আর তা হয় না। বেকারদের কর্মসংস্থানের জন্য দেশের উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা নানা উদ্যোগ গ্রহন করেছে। মানুষ শান্তিতে বসবাস করছে।
বুধবার দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাণীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, উপসচিব মোরার্জি দেশাই, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ৩ন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অভিজিৎ বসাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন, কোতয়ালী ওসি তানভীরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ বিপাশ বসাক প্রমুখ। সঞ্চালনে ছিলেন শিক্ষিকা মমতাজ পারভীন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

পঞ্চগড়ের শিশুর জন্ম থেকেই হার্ট ফুটো শিশু লাবিবকে বাঁচাতে প্রয়োজন চার লাখ টাকা

পীরগঞ্জ সরকারি কলেজে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

সেতাবগঞ্জ-দিনাজপুর-পার্বতিপুর আঞ্চলিক সড়ক যেন নয় মৃত্যু ফাঁদ!

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে সীমান্ত হত্যায় বিজিবি কড়া প্রতিবাদ

বোরোর জমিতে ‘গায়েবি’ মাদ্রাসা, নেই শিক্ষক-ছাত্র

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি