Thursday , 16 March 2023 | [bangla_date]

তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
দেশের প্রতিটি প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন উদ্যোগের অংশ হিসেবে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃতীয় পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। এসব মসজিদের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া, আটোয়ারী ও বোদা উপজেলা নির্মিত তিনটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। তিনটির মধ্যে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেঁতুলিয়ায়।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী তেঁতুলিয়ার এক নারী মুসল্লী জেসমিন আক্তারের অনুভূতির কথা শুনেন ও সবার প্রতি দোয়া কামনা করেন।

তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিভাগী কমিশনার সাবিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান মিজান, ৫৬৪ টি মডেল মসজিদের প্রকল্প পরিচালক মো.নজিবর রহমান, পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম হুদা, জেলা গৃহায়ণ ও গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকোশলী মনিরুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, ঠিকাদার প্রতিষ্ঠান নদার্ন টেকনোট্রেডের নাজমুল হক, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহাসহ প্রমুখ। এছাড়াও জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, তেঁতুলিয়া ছাড়াও জেলার আরও বোদা ও আটোয়ারিতে নির্মিত দুটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন রুপে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। এসব মসজিদগুলোতে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এতে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হাফেজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স, নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওযুখানা, টয়লেট, উপ-পরিচালকের কক্ষ, হিসাব কক্ষ। পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজ কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ। এছাড়াও মেহেরাব, সিঁড়ি ও একটি সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল

রাণীসংকৈলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ,ত্যু

রাণীশংকৈলে একই দিনে পানিতে পড়ে রাজু-সাজুর মৃ*ত্যু

পঞ্চগড়ে দুই সীমান্ত এলাকা দিয়ে আরও ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

শিশু-কিশোর-তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে -পঞ্চগড়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি রুপা অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় আটক –১ জন

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরের  আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ