Thursday , 2 March 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চৌরাস্তা বাজারের স্কয়ার আবাসিক হোটেলের সামনে মাঠে উপজেলা কৃষকলীগের আযোজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেনের সঞ্চালনায় কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডঃ আজিজার রহমান আজু, জেলা কৃষকলীগের সদস্য রিয়াজুল ইসলাম মোল্ল্যা, সাংগঠনিক সম্পদক রুনা লায়লা, জেলা কৃষকলীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুন নাহার জেসমিন, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, আতাউর রহমান, শফিউর রহমান বুলবুল, বুলবুল আহাম্মেদ, ইনছান আলীসহ জেলা-উপজেলার কৃষকলীগের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছে। দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে সামনের নির্বাচনে আওয়ামীলীগ থেকে পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনকে মনোনীত প্রার্থী হিসেবে পেতে চাই। এছাড়াও বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন, সাংগঠনিক কর্মকান্ড জোরদার ও দ্বাদশ নির্বাচনে কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় প্রধান অতিথি আব্দুল লতিফ তারিন বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ আজকে থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নিজেদের মধ্যে কোন প্রকার দ্বন্ধ-বিদ্বেষ না রেখে নৌকা প্রতীকে যাকেই নমিনেশন দেয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

দিনাজপুর গার্লস ক্লাবের পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা পুণর্মিলনীতে উদ্যোক্তাদের সম্মননা প্রদান, স্টলে উপচে পড়া ভীড়

তেঁতুলিয়ায় উপজেলা নির্বাচন নিয়ে, নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত

শতবর্ষী ভিক্ষুককে নগদ ২৫ হাজার টাকা দিলেন-নৌ পরিবহন প্রতিমন্ত্রী আইজক্যা মুই খুবুই খুশি হইচু এবং মনত শান্তি পানু মুই আর ভিক্ষা করিবা নাউ

দিনাজপুরে বাকপ্রতিবন্ধী চিত্রশিল্পী আঁখিকে প্রধানমন্ত্রীর ১ লাখ টাকার আর্থিক অনুদান

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

বিধান দত্ত বিরল উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক

দিনাজপুরে পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের লক্ষ্যে ঈদগাহ মাঠ পরিদর্শন ও তদারকি করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ