দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী সৃজনশীল নাট্য সংগঠন দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে প্রথম শিশু-কিশোর নাট্যৎসবে সোমবার রাতে কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের প্রযোজনায় মিথিলা আক্তারের রচনায় এবং শুক্লা সাহা ও কান্তা রেজার নির্দেশনায় “কালো ছায়া” নাটক ও গ্যালারী ষড়ৎ দিনাজপুরের প্রযোজনায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী’র মূল গল্পের নাট্যরূপ চন্দন সরকার নয়নের রচনায় এবং নির্দেশনায় “দুষ্ট বাঘ” নাটকটি মঞ্চস্থ হয় ও জুবলী উচ্চ বিদ্যালয়ের নাটক কণক রায়ের রচনায় তপন কুমার ঘোষ ও এব্রাহাম বিশ্বাস এর নাটক “ইভটিজিং” মঞ্চস্থ হয়।
নাটকগুলোতে শিশুদের নাট্যকলার যে অভিনয় তুলে ধরা হয়েছে তা দেখে দর্শকরা আনন্দ উপভোক করেছে। নাটক শেষে দিনাজপুর নাট্য সমিতির পক্ষ হতে ক্রেস্ট, উত্তোরিও প্রদান করেন নাট্য সমিতির সহ-সাধারন সম্পাদক শেখ সগীর আহমেদ কমল। প্রধান বক্তা হিসেবে অনুভুমি ব্যক্ত করেন প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, মোঃ শফিকুল ইসলাম ও রাজিউদ্দিন চৌধুরী ডাবলু।

















