Wednesday , 29 March 2023 | [bangla_date]

দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ৬ লাখ মুুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা

দিনাজপুরে উপমহাদেশের সর্ব বৃহত্তম ঈদের জামাত পবিত্র ঈদ উল ফিতর নামাজ আদায়ের লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।
উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মসুল্লিরা যেন নামাযে শরীক হতে পারেন এ জন্য সকল প্রস্তুতি নেওয়া হবে। পরিস্থিতির আলোকে সাড়া ঈদগাহ জুড়ে নেওয়া হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৯টা নামায শুরু হবে।
হুইপ ইকবালুর রহিম জানান, ৫২গম্বুজ বিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমন্ডিত গোরে শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ মিনারের ঈদুল ফিতরের বিশাল জামায়াতে প্রায় ৬ লাখের অধিক মুসুল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন।
এদিকে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, পুরো ইদগাহ জুরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ,বিজিবি,র‌্যাব,আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। সকাল ৭টা থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসবেন। মোট ১৯টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা।থাকবে পর্যবেক্ষন টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। মাইক বসানো হবে ১১০টি। এছাড়া ইমাম সাহেবকে সহযোগিতা কারার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ৫শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য ক্যাম্প, ওজু করতে যেন অসুবিধা না হয় এজন্য ২৫০টি ওযুখানা এবং পানি খাবার ব্যবস্থা রাখা হবে। ইমামতি করবেন মাওলানা শামশুল হক কাশেমী।
দিনাজপুর গোর এ শহিদ ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ বোরহান উল ইসলাম সিদ্দিকি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ইসলামীক ফাউন্ডেশের ডিডি মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাশেমী, দিনাজপুর জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক রফিকুল্লাহ মাজহারি, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
এরআগে জাতীয় পর্যায়ে পদকজয়ী সাইক্লিষ্ট মরহুম মাশরাফি হোসেন মারুফ এর পিতা আনিছুর রহমান ও মাতা মিনু আরা বেগমের নিকট বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দেয়া নগদ ৫ লাখ টাকা হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে মহেন্দ্র চালকের মৃত্যু

বীরগঞ্জে ইউপি নির্বাচনে প্রতীক পেয়ে জোরেশোরে প্রচারণায় নেমেছে প্রার্থীরা

পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দিনাজপুরে গাঁজাসহ বাবা ও ছেলে আটক

হিলি স্থলবন্দরে ৯ মাসে রাজস্ব ঘাটতি ২৪ কোটি টাকা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়

উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা

বীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত জমিদার -তালুকদার, দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী,তথ্যমেলা ও ভ্রাম্যমান প্রচারনা