Friday , 3 March 2023 | [bangla_date]

দিনাজপুরে অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক একজন মায়েই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, একজন মায়েই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে। হত-দরিদ্র মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন যেসব কর্মসূচী বাস্তবায়ন করছে তা প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। ওয়ার্ল্ড ভিশন হত-দরিদ্র উপকারভোগীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে স্বাবলম্বি করার কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যতে ওয়ার্ল্ড ভিশন না থাকলে তারা নিজেরাই নিজের পায়ে দাড়িয়ে কর্ম করে খেতে পারবে।
বৃহস্পতিবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং ইন্টিগ্রেটেড লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম এর আওতায় পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
দিনাজপুর এসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাব হোসেন, জেলা ভেটেরিনারী কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম কিবরিয়া।
সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, দিনাজপুর পৌরসভার ৬৫জন,আউলিয়াপুর ইউনিয়নের ৭০জন,শেখপুরা ইউনিয়নের ৫৫জন, চেহেলগাজী ইউনিয়নে ৭৫জন ও শশরা ইউনিয়নে ২০জন মোট ২৮৫টি হত-দরিদ্র পরিবারের মাঝে বিকাশ খরচসহ প্রতি জনকে ১৮হাজার ৩৩৩ টাকা করে মোট ৫২ লক্ষ ২৪ হাজার ৯০৫টাকা এককালীন পরিবারগুলোকে স্বাবলম্বি করার জন্য প্রদান করা হচ্ছে। শর্ত হিসেবে প্রতিটি পরিবারের সদস্যরা গাভী-ছাগল, হাস-মুরগি এবং ক্ষুদ্র ব্যবসা করার জন্য এই অর্থ আয় বৃদ্ধির কাজে বিনিয়োগ করবে তারা। আলট্রা-পর প্রোজেক্ট মডেল সম্পর্কে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্পেশালিস্ট লাইভলীহুড প্রজেক্টের টেকনিক্যাল প্রোগ্রাম অফিসার কাজল কুমার দে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার জোহন মুরমু।
উল্লেখ্য অনুষ্ঠানে বিকাশ কর্ণার এর মাধ্যমে প্রদানকৃত অর্থ পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে উত্তোলন করে উপকারভোগীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিত্রনায়িকা পরীমণির স্থায়ী জামিন

পীরগঞ্জে ৩শ পিস টাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বীরগঞ্জে অজ্ঞাত রোগে ৩৫ টি গরুর মৃত্যুতে খামারীদের মধ্যে আতঙ্ক চরম বিরাজ করছে

অর্থের অভাবে কোন ব্যাক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা—দায়রা জজ

বিরলে ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ

মাদকবিরোধী প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

খানসামায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা

পীরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তাবায়নে সেমিনার