Tuesday , 7 March 2023 | [bangla_date]

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত-৩

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই নারীসহ নিহত-৩

দিনাজপুরের তিন উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩জন।
গতকাল সোমবার সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দিনাজপুর সদরের গোপালপুরে ধিরিবালা (৬৫), বিরলের কাঞ্চন সেতু এলাকায় নওশের আলী (৬০) এবং চিরিরবন্দর উপজেলায় দুপুরে ট্রাক্টরের চাপায় বাইসাইকেল আরোহী আরজিনা বেগম (৩৭) নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ধিরিবালা (৬৫) দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরের পুর্নচন্দ্র রায়ের স্ত্রী, নওশের আলী (৬০) দিনাজপুর শহরের চাউলিয়াপট্রির কাঞ্চন কলোনীর এবাদ আলীর ছেলে ও কাপড় ব্যবসায়ী এবং আরজিনা বেগম (৩৭) চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙ্গালশাহপাড়ার মোকছেদুল ইসলাম ছলির স্ত্রী।
কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরে সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় ধিরিবালা মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসাপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শহরের কাঞ্চন সেতুর অপর প্রান্তে বিরল এলাকায় প্রায় একই সময়ে রাস্তা পারাপারে নওশের আলী নামে আরেক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। বিরল থানার ইনচার্জ রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে ট্রাক্টর ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আহত আরজিনা বেগম (৩৭) নামে এক নারীকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ৬ মার্চ সোমবার দুপুর আনুমানিক ২টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাটে রকির রাইস্ মিলের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি ধান বোঝাই ট্রাক্টর উপজেলার দেবীগঞ্জ বাজার থেকে চিরিরবন্দরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেলের আরোহী আরজিনা বেগম (৩৭) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন। আরজিনা বেগম চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙ্গালশাহপাড়ার মোকছেদুল ইসলাম ছলির স্ত্রী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। মরদেহে অন্য উপজেলার হাসপাতালে আছে। ওই থানার ক্লিয়ারেন্স পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

শুক্রবার সকালে বোচাগঞ্জে ৯টি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে

রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার- কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ