Wednesday , 1 March 2023 | [bangla_date]

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয বীমা দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে পুনরায জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মমিনুল ইসলামীসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে এসব প্রতিষ্ঠানে কোন দিবস পালন করা হয় না। কিন্তু প্রতিষ্ঠানের জন্য বীমা দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী এই বীমা দিবস ঘোষণা করেছেন। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, বীমা কোম্পানীগুলো দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বীমা কোম্পানীগুলোকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ ফজলুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি এসএম শামিম কবির বাবু, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার মোঃ নুর মোহাম্মদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ কাজী মোঃ ইসরাফিল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর দিনাজপুর জেলা ম্যানেজার মোঃ খাদেমুল ইসলাম, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার মোঃ নুরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলালসহ জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেম্পানী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে বীমা সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
উলে­খ্য, ২০২০ সালের ১ মার্চকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন। সে থেকে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সে হিসেবে এবারের দিবসটি চতুর্থ বীমা দিবস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

হরিপুরে মাসিক সভা ও নবাগত চেয়ারম্যানদের সংবর্ধনা

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মাঝে জার্র্সি বিতরণ

বিরল পৌরসভার নির্বাচনে সবুজার সিদ্দিক সাগর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

ছয় দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর এর শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ !

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত