Wednesday , 1 March 2023 | [bangla_date]

দিনাজপুরে মনোমুগ্ধকার বসন্ত বরণ উৎসব

“সুস্থ সংস্কৃতি চর্চা দেয় আলোকিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বসন্ত বরণ উৎসব। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে বসন্ত বরণ করে নেয় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের মুক্ত মঞ্চে আহা আজি এ বসন্তে…, পাগলা হাওয়ার বাদল দিনে… এই গান পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। জোটের শিক্ষার্থীরা এই গান পরিবেশন করেন।
এর আগে প্রথম দিন সোমবার সকালে একই মঞ্চে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক।
দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীন।
জোটের সভাপতি পার্থ প্রতিম দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য সনৎ চক্রবর্তী লিটু, সাবেক সভাপতি ডালিম কুমার রায়, সাবেক সহ সভাপতি সোহাগ আলী খান, আজীবন সদস্য তারাপদ রায়, সারোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাবেক সাধারন সম্পাদক রুদ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্যে মিন আরা পারভীন বলেন, আমাদের দৈনন্দিন জীবনে সংস্কৃতি চর্চা জরুরী। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হল সুস্থ সাংস্কৃতিক চর্চা। তাই সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের পুরস্কার বিতরন করা হয়। সঞ্চালনায় ছিলেন দ্বীপঙ্কর রায়, মিঠুন বসাক, সুপ্তি ও সুস্মিতা।
এর আগে সকাল থেকেই কলেজের শিক্ষার্থীরা একে একে পাঞ্জাবি, শাড়ি, ধুতি পরে এবং মেয়েরা মাথায় ফুল গুজে পুরো বাঙালী সাজে কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হয়। পুরো ক্যাম্পাস পরিণত হয় মিলন মেলায়। এরপর মনোমুগ্ধকার গান পরিবেশন করেন বিটস ব্যান্ডের মার্শাল ও নৃত্য পরিবেশন করেন নৃত্য বিতানের পরিচালক পল্লব সরকার ও তার শিল্পীরা। নাচে গানে ছাত্র-ছাত্রীরা মেতে উঠে আনন্দ উল্লাসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

আর্জেন্টিনাকে সাপোর্ট করায় বন্ধুর হাতে বন্ধু খুন

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে —-হুইপ ইকবালুর রহিম

হরিপুরে মাসিক সভা ও নবাগত চেয়ারম্যানদের সংবর্ধনা

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, দেড়ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেনতি মানুষের মুক্তি কাফেলার অন্যতম খাদেম আওয়ামী লীগ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে চপ বানাতে গিয়ে বেগুনের ভিতর আল্লাহর নাম

মাদারীপুর বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে সংবাদসম্মেলন