Friday , 3 March 2023 | [bangla_date]

দিনাজপুর জাতীয় ভোটার দিবস পালিত

দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে ফজল’র সঞ্চালনায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ লোকমান হাকিম, সাংবাদিক মোফাচ্ছেরুল রাশেদ মিলন প্রমুখ।
শেষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী উপস্থিত দুইজন ভোটারের হাতে স্মার্ট কার্ড (এনআইডি কার্ড) তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ছাড়াও সাংবাদিক, মসজিদের ইমামগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, নির্বাচন অফিসের সঙ্গে সংযুক্ত ডাটা এন্ট্রি অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) ও পৌর প্রতিনিধিঃ“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালি, আলোচনা সভা ও উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র‌্যালিতে অংশ নেয়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সহকারী কমিশার ভূমি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিরুল ইসলাম সহ আরো অনেকে।
পরে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস। কার্যক্রমের মধ্যে রয়েছে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তারের আবেদন গ্রহণ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ”ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পঞ্চম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নিবার্চন অফিস আয়োজিত র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। এসময় সমাজ সেবা কর্মকর্তা মোঃ পিয়ারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন, বন বিভাগের কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায়, পিআইও মোঃ মনসুর হোসেন, নিবার্চন কর্মকর্তা মোঃ সামসুল আযম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ভোটার সেবা কার্যক্রম শুরু করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বিএফইউজে এর সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন …….রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী

বোদা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লন্ডনে ব্যারিস্টার হলেন বীরগঞ্জের জুন্নুন ওয়ালিদ চৌধুরী