Tuesday , 7 March 2023 | [bangla_date]

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৬ মার্চ ২০২৩ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করা হয়। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য এবং ভাষা শহিদ ও ভাষা সৈনিকগনের প্রতি সভায় গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় জাতীয় কর্মসূচী পাঠ করে শুনানো হয়। ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মযার্দায় উদযাপনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করে মতামত আহবান করা হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। উক্ত সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান, এনএসআই দিনাজপুরের যুগ্ম পরিচালক শাহ সুফি নুরনবী সরকার, ডিডিএলজি মোঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ নুরশেদ আহম্মেদ ভুইয়া, জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহম্মেদ হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। উক্ত প্রস্তুতিমূলক সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত তরমুজ খেলে হবে যেসব সমস্যা

পীরগঞ্জে মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

করোনা মহামারিতে বিএনপি অসহায় মানুষের পাশে না এসে টেলিভিশন ও সংবাদপত্রের সাথে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় চলছে বীরগঞ্জের কামার পল্লীতে

পদ্মা সেতুতে আঘাত হলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে: নৌ প্রতিমন্ত্রী

সেতু উদ্বোধনে রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালী

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

দিনাজপুরে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দৈনিক ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে

দিনাজপুরে উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় সভা