Wednesday , 1 March 2023 | [bangla_date]

দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু বলেছেন, আপনারা মায়ের ভুমিকা পালন করেন। যেমন সন্তানদের প্রতি মায়ের যে ভূমিকা থাকে সেই ভাবে আপনারা সমাজের দায়িত্ব পালন করে চলেছেন। এ জন্য পুরো সমাজ আপনাদের প্রতি কৃতজ্ঞ রয়েছে। আপনারা দিনাজপুরবাসীর জন্য সু-স্বাদু খাবার পরিবেশন করেন। আপনাদের রান্না করা খাবার এবং এই বিষয় নিয়ে আমরা বাহিরে গর্ববোধ করি। তিনি বলেন, আপনাদের সংগঠন ও ভবিষ্যতের জন্য একটি কল্যাণ ফান্ড তৈরী করেন। এ বিষয়ে আপনাদের সকলকে আন্তরিক হয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, যে কোন সমস্যা ও মোকাবেলায় আমরা আপনাদের পাশে আছি।
গতকাল মঙ্গলবার শহরের বালুবাড়ী লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মোঃ আলম বাবুর্চির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ ইয়াজদান মার্শাল, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাবুর্চি উন্নয়ন সমিতির প্রদান উপদেষ্টা এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর জেলা ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামাল, অবিচল সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নিয়ামত উল্লাহ, মোঃ ফারুক এ আযম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরমান বাবুর্চি। সংগঠক ও সমাজসেবক মোঃ জুলকার নাইন সাগরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আক্তার বাবুর্চি, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ভাদু, সৈয়দ মাহমুদুল ইসলাম তরু, মোঃ আযম, মোঃ তৌফিক প্রমুখ। অনুষ্ঠানে অত্র সংগঠনের প্রবীন নেতৃবৃন্দ ও সদস্য যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে এক মিনিট দাঁিড়য়ে নিরবতা পালন কার হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী প্লাটফর্ম অনলাইন গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন আহবায়ক মিতা ও সদস্য সচিব মাইকেল

বোচাগঞ্জে পৃথক ভূমি কমিশনের দাবীতে র‌্যালী ও মানব বন্ধন

নবরূপীর নির্বাচনকে সামনে রেখে নতুন-পুরাতন সদস্যদের মতবিনিময় ও মিলনমেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

তেঁতুলিয়ায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন