Sunday , 19 March 2023 | [bangla_date]

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুর সরকারি কলেজ প্রাণিবিদ্যা বিভাগের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস পরিণত হয় মিলনমেলায়।
শনিবার সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পিয়ার উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামক্ত দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।
কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম. আল আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসরক মো. আইয়ুব আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সুরাইয়া বেগম ও প্রফেসর আব্দুল জলিল আহমেদ, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ছাইয়েদুল হক, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি-২০২২ এর সদস্য সচিব সঞ্জিব কুমার সাহা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের প্রফেসর ড. রওশান আরা। এছাড়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ সাদী রহমতুল্লাহ, মোছা. শিরিন আক্তার, মোছা. মহছেনা আরা বানু শেলী প্রমুখ।
সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং প্রাণিবিদ্যা বিভাগের যে সকল শিক্ষক, শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পিয়ার উদ্দিন আহমেদ।
এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে দিনাজপুরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২বছর পালিয়ে থাকার পর গ্রেফতার

অল্প বৃষ্টিতেই জনগণের চরম দুর্ভোগের শিকার\ কাহারোলে পাকা সড়কের উপর হাটু পানি।

ঠাকুরগাঁওয়ে ২২৫ জন নারী কর্মীদের মাঝে ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ ‌

ঘোড়াঘাটে ট্রাক ও গরু বোঝাই ভটভটির সংঘর্ষে নিহত-১, আহত-৭জন

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি  পর্যালোচনা ও পরিকল্পনা সভা

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

কাহারোলে নতুন ওসি’র মতবিনিময়

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও উন্নয়নের অংশীদার হতে পারে

লুঙ্গি পড়া পোশাকে ইজিবাইকে যাত্রী সেজে মাদক সরবরাহের চেষ্টাকালে মাদককারবারি আটক