Tuesday , 7 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্র্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আটোয়ারী থানা পুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে আটক করেছেন। সোমবার (৬মার্চ) রাতে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া এলাকার মৃত: দিদার আলীর পুত্র মোঃ আবুল হোসেন (৪৭), রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার মৃত: মোঃ আজিজুল হকের পুত্র মোঃ তাহেরুল ইসলাম (৪২), বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী এলাকার মৃত: মোঃ আলিম উদ্দীনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত: মোঃ আঃ গফুরের পুত্র মোঃ মোস্তফা কামাল (৬০) কে আটক করে। এর আগের দিন ৫ মার্চ রাতে বলরামপুর ইউনিয়নের দুহসুহ এলাকার মৃত. মোঃ আঃ রাজ্জাকের পুত্র মোঃ নজরুল ইসলাম টিটু (৩৪), একই এলাকার মৃত. মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ মইনুল হোসেন (৪৫), তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় এলাকার মৃত. টেমড়া মোহাম্মদের পুত্র মোঃ বৈশাখু (৪৪) ও আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী এলাকার মোঃ মইনুল হকের পুত্র মোঃ সাদেকুল ইসলাম (৩২) কে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটোয়ারী থানা পুলিশ প্রতিদিন জেলা শহর অভিমূখী বিভিন্ন রাস্তায় তল্লাশী চালাচ্ছেন। পাশাপাশি জেলার রিকুজিশন সহ ব্যাপক তদন্ত করে আসামী ধরা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্র্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২ ব্যক্তির প্রাণহানী হয় এবং পুলিশ, সংবাদকর্মী সহ অসংখ্য মানুষ আহত হন। এসময় অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। সৃষ্ট সহিংসতার ঘটনায় ৭ মার্চ সকাল পর্যন্ত সর্বমোট ১০ মামলায় ১৬ জনের নাম সহ অজ্ঞাত ৮ হাজারের অধিক ব্যক্তির নামে পুলিশ, র‌্যাব ও আহমদিয়া সম্প্রদায়েরের পক্ষে মামলা দায়ের করা হয়েছে।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য সংকট নেই-এমপি গোপাল

বীরগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ দুই নারী আটক

রাণীশংকৈলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন ! ” উঠান বৈঠকে ইটপাটকেল নিক্ষেপ”

একদিনেই এলো ২ হাজার ৩৫৭ টন পেঁয়াজ

রাণীশংকৈলে শীতার্তদের মধ্যে কম্বল জ্যাকেট বিতরণ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে জাল সনদধারী যে শিক্ষকরা চাকরি করেন

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ