Monday , 13 March 2023 | [bangla_date]

পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উন্নয়ন সংস্থা “গুড নেইবারস্ বাংলাদেশ” নামে একটি উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সেমিনার হয়। কো-কারিকুলামের অংশ হিসেবে ওয়ার্ড মাস্টার ক্যাম্পেইনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলাম, পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সূর্য্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়, গুড নেইবারস্ হেড অব নর্দান এরিয়া পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত