Friday , 24 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরের মাছ বিক্রির টাকা বণ্টন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার অৰ্জ্জুনহার আশ্রয়ন প্রকল্পের অধীনে সরকার প্রদানকৃত পুকুরের মাছ বিক্রির টাকার লভাংশ প্রতিবারের ন্যায় এবারো সমহারে বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শতগ্রাম ইউনিয়নের অৰ্জ্জুনহার আশ্রয়ন পুকুর পাড়ে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ১নং ব্লক সভাপতি করিম, সাধারণ সম্পাদক পদ্ম রচন (ভোলা), ২নং ব্লক সভাপতি ভবানী রায় ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রফুল্য রায়। আলোচনা সভা শেষে সমিতির ১৮০ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে প্রদান করেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও