Wednesday , 29 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে লিচুর ফুল থেকে মধু সংগ্রহে লাভবান চাষিরা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন লিচু বাগানে মৌচাষিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। সেইসাথে নতুন করে এই জেলায় পরিচিতি পেয়েছে লিচুর ফুল থেকে মধু সংগ্রহের আধুনিক পদ্ধতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধু সংগ্রহ করতে প্রায় ১শত জন মৌয়াল এসেছেন বিভিন্ন লিচু বাগানে। সারিবদ্ধ বাগানের নিচে মৌমাছির মৌ-বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
এসব বাগানের লিচু গাছে ফুল আসার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা এসেছেন মধু সংগ্রহ করতে। গত বছর জেলার বিভিন্ন লিচু বাগান থেকে মধু সংগ্রহ হয় ১০০ মেট্রিকটন। যা এ বছরও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, লিচু গাছের নিচে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে কাঠের তৈরি কৃত্রিম মৌ-বাক্স। সেখান থেকে দলে দলে মৌমাছি বসছে লিচুর মুকুলে। মধু জমা করছে বাক্সে। প্রতি সপ্তাহে সেই বাক্স থেকে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। আবহাওয়া অনুকূল ভালো থাকায় মধু সংগ্রহ হচ্ছে ভালো।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ‘মৌ-বাক্স’ বসিয়ে মধু সংগ্রহ করছেন চাষিরা। মার্চের প্রথম থেকে এভাবে মধু
সংগ্রহ করছেন তারা। সপ্তাহে এসব লিচু বাগান থেকে ১২ থেকে ১৫ মণ মধু সংগ্রহ করা হচ্ছে। এসব মধু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। এই হিসাবে প্রতি সপ্তাহে প্রায় আড়াই লাখ টাকার মধু সংগ্রহ হচ্ছে।
বিভিন্ন বাগানে লিচু গাছের নিচে গোলাকার সারিবদ্ধ বাক্স বসিয়ে রেখেছেন মৌয়ালরা।
উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে ঢাকা থেকে মধু সংগ্রহ করতে এসেছেন মোঃ রফিকুজ্জামান খান। তিনি ১৬০ মৌমাছির বাক্স নিয়ে এসেছেন মধু সংগ্রহ করতে। মৌচাষি পিন্টুর সঙ্গে আছেন আরও তিনজন। পিন্টু বলেন, আমি বিসিকের দ্রুত ও কুটির শিল্পে মৌচাষ পালনের প্রশিক্ষণ গ্রহণ করি। দেশের বিভিন্ন প্রান্তে সিজনালি মধু সংগ্রহ করে থাকি। এবার তিনি এই ইউনিয়নে কাজল গ্রামে এসেছেন মধু সংগ্রহ করতে কাজল সরকার পাড়ার একটি লিচু বাগানে ৩০০ বাক্স নিয়ে মধু সংগ্রহ করতে এসেছেন। প্রতি সাতদিন পর পর ৩০০ বাক্সে এক টন মধু সংগ্রহ করতে পারেন।
পিন্টুর সহকর্মী জসিম উদ্দিন বলেন, “আমাদের এখানে ৮ জনের মত কাজ করি। মধু সংগ্রহের মাধ্যমে এই ৮ জন লোকের যেমন কর্মসংস্থান সৃষ্টি হয় তেমনই মধু সংগ্রহে বেশ লাভবান তারা।” প্রতি কেজি মধু সংগ্রহকালীন তারা ৪৫০/৫০০ টাকা দরে বিক্রি করেন। যা বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রি করেন ৫৫০ থেকে ৬০০ টাকা প্রতি কেজি দরে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘এ বছর আমরা মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ৫০ মেট্রিকটন। যা বর্তমানে ২৮ মেট্রিকটন উৎপাদন হয়েছে। বাকি কয়েকদিনে আরও ২২ মেট্রিকটন মধু সংগ্রহ হবে বলেও তিনি মনে করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের সিংড়া শালবনে আকাশে ডানা মেললো ১০ শকুন

রাণীশংকৈলে ৫৪টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

সরকারি শিশু পরিবার শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণকালে জেলা প্রশাসক

পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই আটক

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিনাজপুরে দল গোছাচ্ছে জাতীয় পার্টি ষড়যন্ত্র কারিদের দাত ভাঙ্গা জাবাব দেওয়ার হুশিয়ারি

কাহারোলে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ’র উদ্ধোধন

দিনাজপুরে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

বঙ্গমাতার জন্মদিনে হরিপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ