Thursday , 16 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কমিউনিটি ভিত্তিক সংগঠন সমূহের সাথে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ-২০২৩) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি -প্রকল্পের আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড -জার্মানের সহযোগিতায় এ হেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবরামপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় কার্তিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের ইউপি শফিউল্লাহ, সংরক্ষিত আসনের মহিলা সদস্য আরজিনা বেগম ও দিপ্তী রানী রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লীশ্রী প্রোগ্রাম অফিসার মোছা. শাহিন আকতার। এসময় বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল জলিল পল্লীশ্রী প্রোগ্রাম ফ‍্যাসিলিটেটার , সৈয়দ আলী সহ সিবিও সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে গোবিন্দপাড়া আদর্শগ্রাম, সমতা নারী ক্লাব, বেলি নারী ক্লাব,বেগুনি নারী ক্লাব,টগর নারী ক্লাব,দিগন্ত নারী ক্লাবের নেতৃবৃন্দরা শিবরামপুর ইউপির টোটাল বাজেট সমূহ, উন্নয়ন সমূহ, কোন কোন খাতে নারীদের উন্নয়নের বিষয়ে বাজেট সমূহ এবং কিভাবে তা ব্যবহার হয়,ছেলে-মেয়েদের লেখাপড়া জন্য পরিষদ থেকে নানা সুযোগসহ নানা বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রশ্নের জবাবদিহিতা নিশ্চিত করে প্রধান অতিথি সত্যজিৎ রায় কার্তিক তার বক্তব্যে বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। অর্ধেক এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব। তাই বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন বলতে আমরা বুঝি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে পারা। দেশেকে এগিয়ে নেওয়ার জন্য নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লোকসভা নির্বাচন ভারতে: বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ -১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোদায় আওয়ামীলীগ নেতার বিএনপিতে যোগদান

বীরগঞ্জে আলোচনা সভা, শিক্ষা বৃত্তি প্রদান ও বৃক্ষ রোপন কর্মসূচী

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ দিনাজপুরের বার্ষিক সাধারণ সভা

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, বর সহ ১৬ জন নিহত