Tuesday , 14 March 2023 | [bangla_date]

বোচাগঞ্জর চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার

দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ১০মার্চ দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ধদৈর গ্রামে ভ’ট্টা ক্ষেতে চাঞ্চল্যকর আলোচিত ১০ বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী বোচাগঞ্জ থানাধীন বড়গাঁও এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ১৩মার্চ সকাল ৭.১০ টায় বোচাগঞ্জ থানাধীন বড়গাঁও এলাকায় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫), পিতা- মৃত কোবাদ আলী @ হাকু, সাং- খনগাঁও, ৬নং রনগাঁও ইউপি, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুরকে আতœগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ্য, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখরপুর সাকিনস্থ বাদী মোঃ নুর আলম(৪০), পিতা- মোঃ রফিকুল ইসলাম এর ১০(দশ) বছর বয়সী নাবালিকা ভাগিনী (ভিকটিম) তার নানীর সাথে ১০মার্চ দুপুর অনুমান ২.০৫ টায় তাদের বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বের সবজি ক্ষেতে সেচ দিতে যায়। কিছুক্ষন পর ভিকটিমের নানী একা বাড়ীতে চলে আসে। উক্ত সময়ে কাছাকাছি ১টি পেয়াজ ক্ষেতে অবস্থান করা উপরোক্ত ধৃত আসামী এই সুযোগে ভিকটিমের হাত ধরে পার্শ্ববর্তী একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে একইদিন দুপুর অনুমান ২.৩০টায় ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থান সমূহে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম তখন চিৎকার দিলে উক্ত আসামী তাকে টাকা দিবে বলে লোভ দেখাইয়া বিষয়টি কাউকে না জানাতে বলে। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে বিষয়টি জানিয়ে দিলে ভিকটিমের মামা মোঃ নুর আলম(৪০) বাদী হয়ে দিনাজপুরের বোচাগঞ্জ থানায় উপরোক্ত ঘটনা সংক্রান্তে মামলা দায়ের করেন। উক্ত নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাটি স্থানীয়ভাবে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ঘটনার পর হতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেফতারকৃত মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫)কে ঘটনার দ্রæততম সময়ের মধ্যে র‌্যাব কর্তৃক গ্রেফতার করে থানায় হস্তান্তর করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫)কে জিজ্ঞাসাবাদে বর্ণিত ১০বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনার সহিত তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে। ধৃত আসামীকে দিনাজপুর বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

পীরগঞ্জে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ বিক্রি হবে ৫০ লাখ টাকার ফল

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈলগামী নাবিল কোচে ডাকাতি

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া !

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

ঠাকুরগাঁও বিমানবন্দর পুন: চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

স্বেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ পঞ্চগড়ের ভ‚গর্ভস্থ নিরাপদ পানি যাচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়