Tuesday , 14 March 2023 | [bangla_date]

বোচাগঞ্জর চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার

দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ১০মার্চ দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ধদৈর গ্রামে ভ’ট্টা ক্ষেতে চাঞ্চল্যকর আলোচিত ১০ বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী বোচাগঞ্জ থানাধীন বড়গাঁও এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ১৩মার্চ সকাল ৭.১০ টায় বোচাগঞ্জ থানাধীন বড়গাঁও এলাকায় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫), পিতা- মৃত কোবাদ আলী @ হাকু, সাং- খনগাঁও, ৬নং রনগাঁও ইউপি, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুরকে আতœগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ্য, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখরপুর সাকিনস্থ বাদী মোঃ নুর আলম(৪০), পিতা- মোঃ রফিকুল ইসলাম এর ১০(দশ) বছর বয়সী নাবালিকা ভাগিনী (ভিকটিম) তার নানীর সাথে ১০মার্চ দুপুর অনুমান ২.০৫ টায় তাদের বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বের সবজি ক্ষেতে সেচ দিতে যায়। কিছুক্ষন পর ভিকটিমের নানী একা বাড়ীতে চলে আসে। উক্ত সময়ে কাছাকাছি ১টি পেয়াজ ক্ষেতে অবস্থান করা উপরোক্ত ধৃত আসামী এই সুযোগে ভিকটিমের হাত ধরে পার্শ্ববর্তী একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে একইদিন দুপুর অনুমান ২.৩০টায় ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থান সমূহে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম তখন চিৎকার দিলে উক্ত আসামী তাকে টাকা দিবে বলে লোভ দেখাইয়া বিষয়টি কাউকে না জানাতে বলে। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে বিষয়টি জানিয়ে দিলে ভিকটিমের মামা মোঃ নুর আলম(৪০) বাদী হয়ে দিনাজপুরের বোচাগঞ্জ থানায় উপরোক্ত ঘটনা সংক্রান্তে মামলা দায়ের করেন। উক্ত নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাটি স্থানীয়ভাবে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ঘটনার পর হতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেফতারকৃত মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫)কে ঘটনার দ্রæততম সময়ের মধ্যে র‌্যাব কর্তৃক গ্রেফতার করে থানায় হস্তান্তর করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির @ জাকারিয়া ইসলাম(৫৫)কে জিজ্ঞাসাবাদে বর্ণিত ১০বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনার সহিত তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে। ধৃত আসামীকে দিনাজপুর বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক  ১ লক্ষ টাকা জরিমানা আদায়

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ টাকা জরিমানা আদায়

জমিতে আলু কুড়িয়ে বাড়তি আয় তাদের

বীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক

আদিবাসী নারী নেতৃত্বের বিকাশ ও মানবাধিকার বিষয়ে সেমিনার

করোনা মোকাবিলায় সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে —হুইপ ইকবালুর রহিম

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

বীরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরির প্রশিক্ষনের উদ্বোধন