Friday , 17 March 2023 | [bangla_date]

হরিপুরে জমি সংক্রান্ত সালিশে মারপিট, বৃদ্ধর মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া কিসমত (দক্ষিণ আটঘরিয়া) গ্রামে বশত বাড়ির জমি সংক্রান্ত বিষয়ে সালিশ বৈঠকে কথা কাটাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারপিটে হামিদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার গেদুড়া কিসমত (আটঘরিয়া) গ্রামে এঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান দক্ষিণ মলানী গেদুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গেদুড়া কিসমত (আটঘরিয়া) মৌজার জে এল নং ০১ এর ৩২৫ খতিয়ানের ৯৫১৮ দাগের ৩১ শতক জমির মধ্যে ২০ স্থানীয় মো. ইয়াশিন আলী সরকার ওরফে আজিজুর দলিল মূলে প্রাপ্ত হয়ে কাঁচা বাড়ি ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেই কাঁচা ঘর ভেঙ্গে পাকা ঘর করতে গেলে বাধা প্রদান করে একই গ্রামের মৃত হুকমদ্দিনের ছেলে হামিদুর রহমান ও আবুল কাসেম।

পরে এই বিষয়ে স্থানীয়দের নিয়ে সালিশ বৈঠক বসে। বৈঠক চলা কালে কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদুর রহমান ও আবুল কাসেমের মদদে একই গ্রামের তসলিমের ছেলে মো. হাসিম উদ্দিন ওরফে দুন (৪২) ও মৃত গফরতদিনের ছেলে মুঞ্জুর আলম (৪০) সহ ৮-৯ জন মিলে ইয়াশিন আলীকে ও তার বোন জামাই হামিদুর রহমানকে ধাক্কাধাক্কি ও মারপিট করে। মারপিটের এক পর্যায়ে আঘাত প্রাপ্ত হয়ে হামিদুর রহমান মাটির গর্তে পড়ে গিয়ে মারা যান বলে জানান, নিহতের স্বজন ইয়াশিন আলী।

নিহতের স্বজন ইয়াশিন আলী বলেন, এবিষয়ে বৃহস্পতিবার রাতে হরিপুর থানায় ৭ জনের নামসহ অজ্ঞাত আর ৮-৯ জনের নামে একটি এজাহার করেন নিহতের ছেলে।

এবিষয়ে জানতে অভিযুক্ত হাসিম উদ্দিন ওরফে দুন ও গেদুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মুঞ্জুর আলমের মোবাইল নম্বরের একাধিকবার কল করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বসত বাড়ির জমি নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ঘরে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের নিয়ে একটি বৈঠক চলাকালে মারামারি হয়। এতে হামিদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

জানতে চাইলে (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘লাশের গায়ে কোন ক্ষতের চিহ্ন বা জক্ষমের দাগ এবং রক্ত পাওয়া যায়নি।,

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুরে আকষ্মিক মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি

পীরগঞ্জের দরিদ্র নাসিং শিক্ষার্থীর পাশে দাড়ালেন যুবলীগ নেতা গিয়াস উদ্দীন

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি হালিম, সম্পাদক এন্তাজুল নির্বাচিত

জেলা যুবমৈত্রীর সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত

বীরগঞ্জে ৫৩৩বস্তা সরকারী চাল উদ্ধার

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্র হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ,মানববন্ধন

বীরগঞ্জে করোনা ভ্যাকসিনের গণটিকাদান কার্যক্রম শুরু