Wednesday , 15 March 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা ও উদ্ভাবনী কমিটির আয়োজনে পরিক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, চেয়ারম্যান, আইটি সেলসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহিদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের ৪ টি মৌলিক ভিত্তি হল স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ণমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এই ভিত্তিগুলো গঠনে আমাদের ভ‚মিকা রাখতে হবে। আজকের এই অটোমেশন প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে।
তিনি বলেন, এই অটোমেশন প্রক্রিয়ায় আমরা আমাদের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়েছি। এক্ষেত্রে আমাদের আইটি সেল সংশ্লিষ্ট সকলেই অনেক পরিশ্রম করেছেন। তাদের হাত ধরেই অটোমেশন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সকল অনুষদ গুলোকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে। এটি বাস্তবায়ন হলে ফলাফল সংশ্লিষ্ট সকল কাজ অনলাইনে হবে। শিক্ষার্থীদের একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে, ফলাফল প্রকাশের পর লগইনের মাধ্যমে যার ফলাফল শুধু সে দেখতে পারবে।
তিনি আরও বলেন, আমাদের লাইব্রেরি ও হিসাব শাখার অটোমেশনের কাজও প্রায় শেষের দিকে। পরিশেষে তিনি অটোমেশনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠান শেষে একইস্থানে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের উপস্থিতিতে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড কর্তৃক হাবিপ্রবির নিহত কর্মচারী বাবুল আজাদের পক্ষে বিএমবি বিভাগের চেয়ারম্যানের হাতে তার বীমার চেক তুলে দেয়া হয়।
এরআগে সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে হাবিপ্রবির গণিত বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এতে গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে গণিত বিভাগের সম্মুখে দিনটি উপলক্ষ্যে কেক কাটা হয় এবং বিকেলে একটি সেমিনারের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসক গ্রেফতার : হাসপাতাল সিলগালা

স্বামীকে হাসিমুখে বিদায় দিয়ে স্ত্রীর আত্মহত্যা..

খানসামায় পৃথক ঘটনায় দুই নারীসহ ও ট্রাক্টর চালকের লাশ উদ্ধার

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগনের সরকার -হুইপ ইকবালুর রহিম

আ,লীগ শান্তি সমাবেশের নামে ফাতরামি করছে বক্তব্যে বলেন- ঠাকুরগাঁও বিএনপি নেতারা

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

বীরগঞ্জে অপ’হরণ মা’মলার আসা’মি জসিম গ্রে’ফ’তার

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১