Sunday , 30 April 2023 | [bangla_date]

হরিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর বকুয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজ উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের (ভিজিএফ) ১০ কেজি চাল ভূয়া নাম ব‍্যবহার করে আত্মসাতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(২০এপ্রিল ২০২৩ইং) উপজেলার বকুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে ২হাজার ২শ ৫০জন গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ঐদিন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজ উদ্দিন নামে বেনামে ৪০জনের চাল উত্তোলন করে আত্মসাত করেন বলে জানা যায়।

চাল বিতরণের মাষ্টার রোলে নাম থাকা তাঁতীরহাট গ্ৰামের বাঁচানের ছেলে আলম বলেন, ঈদের আগে মফিজ উদ্দিন মেম্বার আমাদের বাসায় আসছিল চাল উত্তোলনের তালিকায় আমার নাম দেয়ার জন্য । আমি নাম দিতে নিষেধ করি, কারণ আমাদের আর্থিক অবস্থা ভালো, গরীব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দের চাল আমি নিবোনা। পরে জানতে পারি ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণের তালিকায় আমার নাম আমার ছেলে নাম রয়েছে। আমরা চাল উত্তোলন করিনি।
একই গ্ৰামের মন্টুর মেয়ে মোবসাসেরা(৪) এর নাম পাওয়া যায় চাল বিতরণ তালিকায়।

তালিকায় নাম থাকা মিতালির মা বলেন আমার মেয়ের বয়স ১০ বছর। আমরা চাল পাইনি। আমার মেয়ের নাম ব্যবহার করা হয়েছে আমাদের জানা নাই।

ঈদ ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় উপকারভোগীর নামে চাল বিতরণের তালিকায় দেখা যায়,ক্রমিক নং ১০৫৭ থেকে ১০৭১ জনের পিতার নামের জায়গায় সিংহাড়ী ও গ্ৰামের নামও সিংহাড়ী ব‍্যবহার করা হয়েছে। ক্রমিক নং ১০৫০ সিরিয়ালের ব‍্যক্তি মালেক হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের
শীতলপুর গ্ৰামের বাসিন্দা।ক্রমিক নং ১০৭৪ ইসমতারা পিতার নামের জায়গায় তাঁতীহাট ও গ্ৰামের নাম তাঁতীহাট ব্যবহার করা হয়েছে।ক্রমিক নং ৯৯২ ইসমাইল এর ছেলে আলম প্রবাসী। একজনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। ক্রমিক নং ৯৭১ থেকে ৯৭৪ পর্যন্ত তাঁতীহাট গ্ৰামের মসিউর, সারোয়ার, মিতালি,মাসুমা ৪জনের পিতার নামে মফিজ লেখা হয়েছে।
ক্রমিক নং ১০০৯ সিরিয়ালে থাকা মালেকের স্ত্রী সলেমা ২নং আমগাও ইউনিয়নের কামারপুকুর গ্রামের বাসিন্দা।
১১১৫নং সিরিয়াল আনোয়ার বলেন, তালিকায় আমার নাম রয়েছে কিন্তু আমি চাল পাইনি। তিনি আরো বলেন, মফিজ উদ্দিন মেম্বার মোটামুটি ৪০জন মানুষের নাম ব্যবহার করে ৪শ কেজি চাল উত্তোলন করে আত্মসাত করেছেন।

অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) মফিজ উদ্দিন বলেন, বিষয়টি আমরা আগামীকাল মিটমাট করে নিব। ৪/৬বছরের বাচ্চাকে চাল দেওয়া বিষয়ে তিনি বলেন, তারা চাল মাফযোগ করছিল বিধায় তাদেরকে চাল দেওয়া হয়েছে।

বকুয়া ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আমি ইউপি সদস্য মফিজ উদ্দিনের সঙ্গে কথা বলেছি উনি বিষয়টি মিমাংসা করে নেওয়ার কথা বলেছেন।

বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমার ইউনিয়নে ২হাজার২শ ৫০জন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ইউপি সদস্য মফিজ উদ্দিনের চাল আত্মসাতের বিষয়টি জানতে চাইলে তিনি সত‍্যতা স্বীকার করে বলেন,
আমি তাকে কয়েকবার ডেকেছি কিন্তু সে আসেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযানে ভারতীয় গরুসহ ৪জন আটক

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ উদ্ধার

জেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবন ধসে শিক্ষার্থী আহত, রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা