সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী কিংবা কোনো দুর্যোগ সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত লিপ্ত। আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী করার মাধ্যমে বিএনপি-জামাত জোটকে দাঁতভাঙা জবাব দেবে জনগণ। বিএনপি জামায়াত দেশ ও জাতির শক্র, তারা দেশের মানুষের কল্যান চায় না, শুধু সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, আমরা শেখ হাসিনার কর্মী মানুষের পাশে আছি, থাকবো।
বৃহস্পতিবার দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ অসহায় মানুষদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র অনুদানের চেক প্রদানকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, বীরগঞ্জ আ¤œকানন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন প্রমূখ।