তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের টানা ১০দিন বন্ধ থাকার চালু হয়েছে চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। শনিবার থেকে স্থলবন্দরটির (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানীর কার্যক্রম চালুর মধ্য দিয়ে কর্মচঞ্চলতা দেখা গেছে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সকল প্রকার আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে চালু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রæপ, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে ১০দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে ইমিগ্রেশনের লোকপারাপার স্বাভাবিক ছিল। আজ সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক ছিল। #