Monday , 17 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের হ্যাপি জুয়েলার্সে গ্রাহক দম্পত্তিকে মারপিটের অভিযোগে মামলা মালিক ও তার ছেলে গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগঁওয়ে স্বর্নের দোকানে গ্রাহক ও তার স্ত্রীকে মারপিট ও শীলতাহানির ঘটনায় মামলা দায়ের করা হয়। শনিবার পৌর শহরের স্বর্নকারটট্টির হ্যাপি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম নগর খানকা শরীফ এলাকার তারিফ হোসেনের স্ত্রী ইফরাত বারী ওরফে রুনা (৩৫) বাদী হয়ে হ্যাপি জুয়েলার্সের মালিক খোকন কুমার রায় (৫৫) সহ ৫ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দোকানের মালিক খোকন ও তার ছেলে চিরন্তর কুমার রায় (৩০) কে গ্রেফতার করে। ১৬ এপ্রিল রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়। মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ইলামনগর খানকা শরীফের বাসিন্দা ও স্কুল শিক্ষক তারিখ হোসেন ২০১৮ সালের ১৫ জানুয়ারি হ্যাপি জুয়েলার্সে ১ ভরি ১০ আনা ৩ রতি ২২ কেরেট এর গিনি সোনা জমা দিয়ে ২ ভরি ১০ আনা সোনা দিয়ে ১টি সিতাহার তৈরী করে গ্রহন করে ব্যবহার করে আসছিলেন। স্বামীর টাকার বিশেষ প্রয়োজন ঐ সিতাহারটি বিক্রির উদ্দেশ্যে গত শনিবার দুপুরে ঐ দম্পত্তি হ্যাপি জুয়েলার্সে গিয়ে সিতাহারটি বিক্রির জন্য জানান। পরে দোকানদার ও গ্রাহক দম্পত্তির মধ্যে দর কসাকসির এক পর্যায়ে বনিবনা না হওয়ায় দম্পত্তি দোকান হতে বের হয়ে যেতে চায়। এ সময় দোকানের মালিক খোকন কুমার রায়, তার দোকানের কর্মচারী খুশিসহ বেশ কয়েকজন ঐ দম্পত্তিকে আটক করে নারী গ্রাহকের শরীরে হাত দিয়ে শ্লিলতাহানী ঘটনায়। এ সময় ওই নারীর স্বামী প্রতিবাদ করলে দোকানের লোকজন আরও মারমুখি হয়ে ওই নারীর স্বামীকে বেধরক মারপিট করে গুরতর আহত করে। এ সময় ওই নারীর গলায় থাকা ৩ ভরি ওজনের স্বর্নের হার এবং ২ ভরি ওজনের হাতের বালা জোর পূর্বক ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। আশপাশের লোকজন ঐ দম্পত্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলায় আসামীরা হলেন হ্যাপি জুয়েলার্সের মালিক পৌর শহরের হলপাড়া মহল্লার মৃত মনোরঞ্জন রায়ের ছেলে খোকন কুমার রায়, তার ছেলে চিরন্তন কুমার রায়, কর্মচারী কালাচান ভদ্রের ছেলে খুশি (৩৫), রতন (৩৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা স্থানে চিকিৎসা বর্জ্য, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন

কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণার অংশ হিসেবে দিনজপুরে রংপুর আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন ও সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর-৪ আসনে নৌকার মাঝি এ.এইচ. মাহমুদ আলীর মনোনয়ন ফরম জমা

সেতাবগঞ্জ চিনিকলে আখচাষীদের ৬ দফা দাবী পেশ

বোচাগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

বোচাগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতিতে কম্পিল্ট শাটডাউনের হুঁশিয়ারি,বিপাকে রোগীরা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২০০,আক্রান্ত ১১ হাজার ১৬২ জন

ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে !

বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন