Monday , 17 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের হ্যাপি জুয়েলার্সে গ্রাহক দম্পত্তিকে মারপিটের অভিযোগে মামলা মালিক ও তার ছেলে গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগঁওয়ে স্বর্নের দোকানে গ্রাহক ও তার স্ত্রীকে মারপিট ও শীলতাহানির ঘটনায় মামলা দায়ের করা হয়। শনিবার পৌর শহরের স্বর্নকারটট্টির হ্যাপি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম নগর খানকা শরীফ এলাকার তারিফ হোসেনের স্ত্রী ইফরাত বারী ওরফে রুনা (৩৫) বাদী হয়ে হ্যাপি জুয়েলার্সের মালিক খোকন কুমার রায় (৫৫) সহ ৫ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দোকানের মালিক খোকন ও তার ছেলে চিরন্তর কুমার রায় (৩০) কে গ্রেফতার করে। ১৬ এপ্রিল রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়। মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ইলামনগর খানকা শরীফের বাসিন্দা ও স্কুল শিক্ষক তারিখ হোসেন ২০১৮ সালের ১৫ জানুয়ারি হ্যাপি জুয়েলার্সে ১ ভরি ১০ আনা ৩ রতি ২২ কেরেট এর গিনি সোনা জমা দিয়ে ২ ভরি ১০ আনা সোনা দিয়ে ১টি সিতাহার তৈরী করে গ্রহন করে ব্যবহার করে আসছিলেন। স্বামীর টাকার বিশেষ প্রয়োজন ঐ সিতাহারটি বিক্রির উদ্দেশ্যে গত শনিবার দুপুরে ঐ দম্পত্তি হ্যাপি জুয়েলার্সে গিয়ে সিতাহারটি বিক্রির জন্য জানান। পরে দোকানদার ও গ্রাহক দম্পত্তির মধ্যে দর কসাকসির এক পর্যায়ে বনিবনা না হওয়ায় দম্পত্তি দোকান হতে বের হয়ে যেতে চায়। এ সময় দোকানের মালিক খোকন কুমার রায়, তার দোকানের কর্মচারী খুশিসহ বেশ কয়েকজন ঐ দম্পত্তিকে আটক করে নারী গ্রাহকের শরীরে হাত দিয়ে শ্লিলতাহানী ঘটনায়। এ সময় ওই নারীর স্বামী প্রতিবাদ করলে দোকানের লোকজন আরও মারমুখি হয়ে ওই নারীর স্বামীকে বেধরক মারপিট করে গুরতর আহত করে। এ সময় ওই নারীর গলায় থাকা ৩ ভরি ওজনের স্বর্নের হার এবং ২ ভরি ওজনের হাতের বালা জোর পূর্বক ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। আশপাশের লোকজন ঐ দম্পত্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলায় আসামীরা হলেন হ্যাপি জুয়েলার্সের মালিক পৌর শহরের হলপাড়া মহল্লার মৃত মনোরঞ্জন রায়ের ছেলে খোকন কুমার রায়, তার ছেলে চিরন্তন কুমার রায়, কর্মচারী কালাচান ভদ্রের ছেলে খুশি (৩৫), রতন (৩৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

রাণীশংকৈলে মহানবীকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এ্যাপটাচ এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

শশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে খানসামায় যুবকের আত্মহত্যা

পীরগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে ইটভাটা মালিকের বাড়িতে জানালা ভেঙ্গে চুরি

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি ২ দিন বন্ধ

দিনাজপুরে আল্লামা মামুনুল হক শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে

দিনাজপুর লেখক পরিষদের রংধনু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন-আবৃত্তি ও সহিত্য কর্মীদের সম্মাননা প্রদান

সেতাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত