Thursday , 27 April 2023 | [bangla_date]

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার

দিনাজপুর র‌্যাবের সাঁড়াশি অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রাইভেট কারসহ আটক, মিললো বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর থানা হাইওয়ে রোড টু ফুলবাড়ী থানা হাইওয়ে রোডের দিকে ১টি সাদা প্রাইভেটকার যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ফুলবাড়ী থানা এলাকা অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৬এপ্রিল রাত্রী বেলা দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী পৌরসভার অর্ন্তগত ওয়ার্ড নং ০৪ ফুলবাড়ী ব্রীজ নিমতলা মোড়ে দিনাজপুর টু ফুলবাড়ী মহাসড়কে ফুলবাড়ী জোড়া ব্রীজের পূর্বে পাকা রাস্তার উপর চেক পোষ্ট পরিচালনা করে ৩৭৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩২),পিতা-মোকছেদ আলী,সাং-ইটাই, পোঃ-মনসাপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ২। মোঃ মাহাবুল আলম (৪২), পিতা-মৃত মনছের আলী,সাং-রিকাবী চকচকা, পোঃ-মনসাপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, ৩। মোঃ জাহাঙ্গীর (৩৫), পিতা-মৃত মহির প্রধান, সাং-রিকাবী চকচকা, পোঃ-মনসাপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর এবং ৪। সোহেল রানা পলিন (৩৬), পিতা-গোলাম রব্বানী, সাং-হেলেন্চা, পোঃ ভাদুরিয়া, থানা- নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক কারবারীরা বিচিত্র কৌশলে প্রাইভেট কারের সীটের নীচে মাদক সেটিং করে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের জালে আটকা পড়ে। উল্লেখ্য যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে প্রাইভেট কার যোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাহাবুল আলম এবং মোঃ জাহাঙ্গীর দের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর ও ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরশহরে ভয়াবহ আগুন

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেনকে দায়িত্ব দেয়ায় পঞ্চগড়ে মিষ্টি বিতরণ

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ঘটনায় নুর আলমের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ

বীরগঞ্জে ঢাকাগামী বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

৩০ লক্ষ মানুষের রক্তের অঙ্গীকারই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী হচ্ছে

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের গোধুলী বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত