Sunday , 16 April 2023 | [bangla_date]

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ

রোববার মুন্সিপাড়াস্থ শহীদ আসাদুল্লাহ সড়ক আফতাব প্লাজার অস্থায়ী কার্যালয় নাগরিক ফোরাম, দিনাজপুর এর আয়োজনে নির্বাহী কমিটির মাসিক সভা, ইফতার ও দোয়া মাহফিল এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গবির, অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি ডাঃ মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, নির্বাহী সদস্য খালিদ চিস্তি, মোঃ কাইয়ুম, চৌধুরী ইস্তায়াকুল আলম চৌধুরী প্রিন্স, দেলওয়ার হোসেন, শেখ আব্দুর রশিদ তোতা, প্রফেসর এমএম জব্বার। মাসিক সভা শেষে কমিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে গরিব অসহায় মানুষদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। সদস্যরা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও