Saturday , 15 April 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএসএফের ছোড়া মাল্টিপল রাবার বুলেটের আঘাতে রবিউল ইসলাম (৫৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারিয়া পাড়া সীমান্তের ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। আহত কৃষক রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে।
বিজিবি, আহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারিয়া পাড়া সীমান্ত এলাকায় নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পলিথিন কাগজে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে স্থানীয় এক কৃষক। এসময় ভারতের ধনীর হাট বিএসএফ ক্যাম্পের ৫/৬ জন সদস্য এসে ওই কৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এ সময় বাঁধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের মাথায় মাল্টিপল রাবার বুলেট ছোঁড়ে। মাথা ও ডান চোখে আঘাত পেয়ে ঘটনাস্থলে মাটিয়ে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন তিনি। পরে পরিবারের সদস্যরা এসে কৃষক রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, ওই কৃষক ডান চোখে গুরুত্বর আঘাত পেয়েছেন। পুরো চোখ ও আশপাশ ফুলে গেছে। মাথা ও মুখে মাল্টিপল রাবার বুলেটের আঘাত দেখা যাচ্ছে। তার রক্তক্ষরণও ভালই হয়েছে। আমরা তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। যেহেতু আমাদের এখানে চোখের ভাল চিকিৎসা নেই। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মীরগড় কোম্পানী কমান্ডার আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে সোনাপাতিলা ক্যাম্পের মাধ্যেমে ভারতের ধনীরহাট ক্যাম্পের সাথে পতাকা বৈঠক করেছি। আগামীকাল (শুক্রবার) কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত এ্যাড: আজিজুল ইসলাম জুগলু’র নাগরিক শোক সভা

এনজিও ভবন ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন

শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৫০ তম শাহাদাত বার্ষিকী আজ

বাংলাবান্ধা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন

টানা বৃষ্টিতে বেহাল দশা বীরগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কগুলো

তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা