পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, রাতে আধারে কিসমত সৈয়দপুর গ্রামে চৌধুরী এগ্রো ইন্ডষ্ট্রিজের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। খুটি থেকে নামানো একটি ট্রান্সফরমার সহ মৃত্য ঐ ব্যক্তিকে সকালে মাটিতে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ সার্কেলের এএসপি মুন্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, মাটিতে পড়ে থাকা ট্রান্সফরমারের ভিতরের তামার কয়েল চুরি গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে চোরের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সিআইডি’র একটি টিম পীরগঞ্জ থানায় এসে মৃত ব্যাক্তির আঙ্গুলের ছাপ সগ্রহ করে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্ত করে।তার নাম সাদেকুল ইসলাম। বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দক্ষিন বিষনোপুর মাঝাপাড়া গ্রামে। পিতার নাম মৃত সাহরুল্লা। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী। লাশ ময়না তদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি ও ট্রান্সফর্মার চুরির পৃথক দুটি মামলা হয়েছে।