Thursday , 20 April 2023 | [bangla_date]

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দিনাজপুর একাডেমি চ্যাম্পিয়ন

দিনাজপুরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২-২০২৩ এর চূাড়ন্ত খেলায় জিলা স্কুল পরাজিত করে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি।
বুধবার সকালে দিনাজপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
৫০ ওভারের চুড়ান্ত খেলায় ৪০ ওভার দুই বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে দিনাজপুর একাডেমি। জবাবে দিনাজপুর জিলা স্কুল ২৮ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে রান করে ১০৮। এতে ৫০ রানে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর একাডেমি। আর ৫৭ বল খেলে ১টি ৬ ও ১১ টি ৪ মেরে ৬৪ রান করে ম্যান অব দ্যা ফাইনাল হয় দিনাজপুর একাডেমির মো. পৃথিল হোসেন। খেলায় অ্যাম্পায়ার ছিলেন কে টি মাসুম, মো. জিসান খন্দকার এবং স্কোরার ছিলেন জয় দাস।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণমান্টের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম সুমীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী এ্যাড. মো. ওয়াহিদুজ্জামান বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, মিজানুর রহমান পাটোয়ারী (বাবু), টুর্নামেন্টের সদস্য সচিব ও সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ, জিলা স্কুলের ক্রীড়া শিক্ষক মো. মোতালেব হোসেন ও দিনাজপুর একাডেমির ক্রীড়া শিক্ষক মো. মাজেদুর রহমান।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ স্কুল দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২৩ তারিখে দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ক ও খ গ্রæপে ৬ টি স্কুল প্রতিযোগিতা করে। স্কুল গুলো হচ্ছে- ক গ্রæপে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দিনাজপুর একাডেমি। খ গ্রæপে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর জিলা স্কুল ও সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বিএনপির সাথে পূজা মন্ডপ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত চিরিরবন্দরের বুলবুল ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত

হরিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

দেশসেরা সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে জিয়া হার্ট ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর

বড়পুকুরিয়া খনির নতুন ফেজে কাজ শুরু করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

বীরগঞ্জে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

বোদায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ

বোদায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে  গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু