Saturday , 15 April 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের উন্নয়নে জনগণের মধ্যে আস্থা এসেছে -হুইপ ইকবালুর রহিম

বঙ্গবন্ধুর কন্যার নেতেৃত্বে দেশের উন্নয়নে জনগনের মধ্যে আস্থা এসেছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের মানুষ যেন সঠিক স্বাস্থ্য সেবা পায় সেজন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসাসেবার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে এবং স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন ও বাস্তবায়ন করেছে সরকার। গ্রাম পর্যায়েও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। যা বিগত বিএনপি জামায়াতের আমলে কমিউনিটি ক্লিনিক গুলো বন্ধ করে দেয়া হয়েছিল। স্বাস্থ্য সেবার মান কমিয়ে আনা হয়েছিল। মৃত্যুর হার বেরে গিয়েছিল।
বুধবার দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের “নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
শেখ হাসিনার লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উল্লেখ করে আরও বলেন, স্বাস্থ্যসেবায় মানুষ সুন্দরভাবে বাঁচবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছে বলেই জনগণের মধ্যে আস্থা এসেছে। বিনামুল্যে ভ্যাকসিন প্রদান, সঠিকমত চিকিৎসা প্রদানসহ বঙ্গবন্ধু কন্যা স্বাস্থ্যসেবাকে ভালো রেখেছে বলেই করোনা সময় অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার বাংলাদেশে অনেক কম। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরোর সম্মাননা পেয়েছেন।
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে চান প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, আমরা শাসক নই, সেবক হিসেবেই জনগনের কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা প্রমুখ।
অরবিন্দ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শামীম কবীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ সচিব ও হুইপ ইকবালুর রহিম এর একান্ত সচিব মোরার্জী দেশাই, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জেমী, অরবিন্দ শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ জহির খান, দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. তানভীরুল ইসলাম প্রমুখ।
এসময় অরবিন্দ শিশু হাসপাতালের নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মত দিনাজপুরে শুরু হচ্ছে শিশু-কিশোর নাট্যৎসব

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিনপর যুবদলের কমিটি গঠন

বিরলে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

বীরগঞ্জে ৬ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনা কলেজ কর্মচারীর মৃত্যু প্রতিবাদে মানববন্ধন

হরিপুর থানা চত্বরে বিষমুক্ত সবজি চাষ

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি