Friday , 21 April 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে —-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই এ দেশের মানুষ শান্তিতে আছে। বঙ্গবন্ধু কন্যা এই দেশটাকে সোনার দেশে পরিনত করতে নিরলসভাবে কাজ করছেন। দেশে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এক জেলার মানুষ আরেক জেলায় সহযেই যেতে পারছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা, পদ্মা সেতু, মেট্রোরেলসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। যা বিএনপি-জামায়াতের আমলে হয় নি।
তিনি বলেন, দেশের মানুষ যেন শান্তিতে থাকে সেজন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন শেখ হাসিনা। যে কোন উৎসবে অসহায় ও দরিদ্র মাুনষের মাঝে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। বিনামুল্যে চাল প্রদান করছেন। ভুতর্কি মুল্যে টিসিবির পণ্য দিয়ে জনগনের মাঝে শান্তি এনেছেন। দিনাজপুর সদর উপজেলায় ৬৮ হাজার ৮৮৭টি পরিবারকে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল। শেখ হাসিনা ছাড়া দেশ ও দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার দিনাজপুর সদর উপজেলার চেহেগাজী ইউনিয়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে রুদ্রপুর ইউনুস এর বাড়ী-বাঁশের হাট ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত নব-নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ আজগার আলী, রেজাউল করিম রাকি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকিউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জর্জিস সোহেল, সাধারন সম্পাদক মোঃ কাসেম আলী।
একইদিন শহরের রাজবাটীস্থ সুকসাগর ভুইপাড়া এলাকায় আফছার-মহছেনা হাফেজিয়া এতিমখানার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
অনুষ্ঠানে আফছার-মহছেনা হাফেজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য, দিনাজপুর পৌর সভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আফছার-মহছেনা হাফেজিয়া এতিমখানার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আখতারা বেগম, মোঃ লোকমান হাকিমসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিভিন্ন মহলের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে ক্যাথলিক চার্চে যৌতুক ছাড়াই ৪৮ জনের বিয়ে

বোদায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

হরিপুরে নানা কর্মসুচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সেতাবগঞ্জে ৩ রোগীকে আর্থিক সহায়তা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী আসলাম