Saturday , 29 April 2023 | [bangla_date]

বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে দিনাজপুরে আলোচনা সভা

বাংলাদেশ সারি সারণা গাঁওতার নাম সংশোধন ও বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সারি সারণা গাঁওতা‘র আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক চুন্নু টুডু।
সভায় সংগঠনের বিভিন্ন দিক তুলে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সারি সারণা গাঁওতা‘র উপদেষ্টা অধ্যাপক গনেশ সরেন,যুগ্ম আহবায়ক নরেশ হেমব্রম,ধর্ম বিষয়ক প্রচারক রমেশ হাসদা,ধরম বিষয়ক লেখক ও গবেষক হাবিল মার্ডি,সাঁওতাল ভাষা সংস্কৃতি ও উন্নয়ন কমিটির আহবায়ক সুবাস মূর্মূ ।
সভায় র্দীর্ঘক্ষন সংগঠনের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে সবাই ব্যাপক আলোচনা করেন এবং পরবর্তীতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সারি-সারণা গাঁওতার নাম পরিবর্তন করে বাংলাদেশ সারি ধরম গাঁওতা এবং বাংলাদেশ সারি ধরম ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা, প্রবীণ নেতৃত্বের কাছে আগামীতে নিজেদের সাংগঠনিক পরিধিকে সম্প্রসারিত ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষে দিক নির্দেশনামুলক মতামত প্রত্যাশা করেন।
দিনব্যাপী আলোচনার পর সর্বসম্মতিক্রমে চুন্নু টুডুকে সভাপতি এবং নরেশ মার্ডিকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ট্্রাষ্টি র্বোডের কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন,সহ সভাপতি দুলাল হাঁসদা ও মানিক মূর্মূ, ক্যাশিয়ার সুবাস মূর্মূ, কার্য্যকরী সদস্য রমেশ হাঁসদা,হাবিল মার্ডি,সুনিল হাঁসদা,অমল টুডু,প্রদীপ হেমব্রম,অকিল হেমব্রম ও রবিন মূর্মূ এবং সাধারন সদস্য হিসেবে রয়েছেন রতœ প্রিয়া সরেন,বাদল মূর্মূ,রাশেদা মার্ডি.লাবু বেসরা,রুবেল টুডু,মনিরাজ হেমব্রম ও রাজেন মার্ডি।
ধর্মীয় নানাবিধ কর্মকান্ডকে সম্প্রসারন ও সম্ভবনার বিষয়গুলো উপস্থাপনার মধ্যদিয়ে সুনিল হাঁসদা আলোচনা সভাটি সঞ্চালনা করেন। বাংলাদেশ সারি সারণা গাঁওতার নাম সংশোধন ও বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর ২ মামলায় রায়

বীরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেশ সেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বীরগঞ্জে ওয়ারিশদের ফাঁকি দিয়ে গোপনে জমি বিক্রি চেষ্টা, আদালতে মামলা, অতঃপর দলিল রেজিষ্ট্রি বন্ধ

আলোর মুখ দেখেনি বায়োমেট্রিক মেশিন, অপচয়ের পথে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা

দিনাজপুর পৌরসভার মেয়রকে সাময়িক বরখাস্ত

রানীশংকৈলে প্রধান শিক্ষকগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ট্রাক্টরচাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্রের

সেতাবগঞ্জে অভিনব কায়দায় দুঃসাহসিক চুরি