Friday , 7 April 2023 | [bangla_date]

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘‘সবার জন্য স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল ২০২৩ উদযাপিত হয়।
গত শুক্রবার ৭ এপিল সকাল সাড়ে ৯টা দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালিটি হাসপাতাল মোড় প্রদক্ষিন করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহিদ আব্দুল জব্বার কনফারেন্স রুমে ডাক্তার, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য কর্মীর অংশগ্রহনে আলোচনা সভাতে দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন সকলের জন্য স্বাস্থ্য সেবা মৌলিক অধিকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেকটি সেক্টর থেকে এই বিষয়ে অবদান রাখতে হবে। করোনাকালে বিশে^ যে মৃত্যুর মিছিল দেখা গেছে সরকারের গৃহীত সচেতন পদক্ষেপে সেটি এখানে গড়ায় নাই। বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলাদেশ। আজ স্মার্ট বাংলাদেশে পরিনত হয়ে সেই সোনার বাংলাদেশের দরজায় এসেছে। পৃথিবীর বুকে বাংলাদেশর যত অর্জন সবচেয়ে বেশী অর্জন হয়েছে স্বাস্থ্য খাতে।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রানবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরজ উল্লাহ, সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ আশুতোষ দেব শর্মা (গাইনি), সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ কাইয়ুম (শিশু রোগ বিশেজ্ঞ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, ইসডিও প্রজেক্ট অফিসার সুবর্ণা ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডাঃ আল আমিন হোসেন, দিনাজপুর পল্লীশ্রী কর্মসূচী সমন্বয়কারী মোঃ রোজাউল করিম, আপোস এর আউটলেট ম্যানেজার মো মোজাম্মেল হক প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লাইট হাউস, নাইস প্রকল্প সিনজেন্টা, এফপিএবি, কাঞ্চন সমিতি, আরডিআরএস, অনুঘোটক, ব্রাক, মেরী স্টোপ ক্লিনিক, বিটোপিসহ আরও অন্যান্য প্রতিষ্ঠান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দীপ্তি ফাউন্ডেশনর উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা

হাকিমপুরে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে আলোচনা সভা

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির ইফতার মাহফিল

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

বীরগঞ্জে ৩শত’ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ফুলের বাগান রোগীদের মাঝে প্রশান্তি এনেছে

বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

সহায় মানুষরা যেন কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি