Monday , 24 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা: আটক ৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ পৌরসভা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাব্বির হোসেন নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ। সাব্বির হোসেন জগদল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল হাটপুকুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে লাল মিয়া মুন্সীর ছেলে। আটককৃতরা হলেন- একই এলাকার -মৃত ইদু সাহা ছেলে শহিদুল ইসলাম (৫৫),তাঁর
ছেলে শরীফ (২৮), শ‌রিফুল (২২), জা‌মিল (২২)।

গত ২২ এপ্রিল শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ খোদাদাদ হোসেন সুমনের নেতৃত্বে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের দিক‌-নি‌র্দেশনায় এস আই রা‌জেকুল, এস আই সজল, মাহফুজার ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বীরগঞ্জ পৌরসভা এলাকা থেকে চারকে আটক করা হয়।

জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে আসামীদের সহিত বাদীর ও বাদীর পরিবারের লোকজনদের শত্রুতা চলে আসছিলো। পূর্ব শত্রুতার জেরে আসামীরা বাদীর ভাই সাব্বির হোসেনকে ও বাদীর পরিবারের লোকজনদেরকে বিভিন্ন সময় হুমকি দেয়, তারা বাদীর ভাই সাব্বির হোসেনকে হোক বা বাদীর পরিবারের যেকোন লোককে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করে দেবে।

এর প্রেক্ষিতে গত ২০ এপ্রিল দুপুর ২টায় আসামী ও বাদী দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাব্বির ও এনামুল গুরুতর আহত হয়। পরিবারের ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সাব্বিরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল সোয়া ৬টায় সাব্বির (১৬) মারা যান।

এ হত্যার ঘটনায় নিহত সাব্বির এর বড় ভাই মোঃ আবু রায়হান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা করেছে। যার এফআইআর নং-২৭, জি আর নং-১০৬। এব্যাপারে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান,হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সহ চারজন কে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি চারজন আসামী পলাতক রয়েছে। পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিশাল জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান

সহায় মানুষরা যেন কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ফসল রক্ষায় বিকল্প ব্যবস্থা নিয়ে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে সভা

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

বীরগঞ্জে হিমেল বাতাসে জনজীবনে বিপর্যস্ত, গভীর রাতে অসহায়দের খোঁজে ইউএনও

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ