Sunday , 23 April 2023 | [bangla_date]

হরিপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আল-জারিয়াহ দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই,যুবকদের বাচিয়ে নিই এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে আলোর দিশারী নামে এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩এপ্রিল) দিনব্যাপী উপজেলার আমগাও ইউনিয়নের কাদিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং শেষ হয় রাত ১০ টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন,আব্দুল হাদী বিন আব্দুল হাকিম মাদানী, শায়খ বদিউজ্জামান মাদানী, মোঃ আনারুল ইসলাম মাদানী, মো: আবু তালেব,শায়খ জালাল উদ্দিন, শায়খ হযরত আলী প্রমূখ।

অনুষ্ঠানে আগত শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত, উর্দু নাশিদ, হামদ-নাতসহ ভিন্নধারার দেশাত্মবোধক গান একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে পরিবেশন করে মাতিয়ে তোলেন দর্শকদের।

আয়োজনে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে,
কুরআন মুখস্থ(অর্থসহ),কুরআন মুখস্থ(হাফেজ ব‍্যতিত),হাদীস মুখস্থ(অর্থসহ),নির্বাচিত ২০ হাদীস(দোয়া মুখস্থ),ও নির্বাচিত ২৫টি দোয়া,
দর্শকপর্ব, উপস্থিত প্রশ্নসহ আকর্ষণীয় পুরষ্কার। জমকালো অনুষ্ঠানটি সাফল্যম-িত করে তোলেন।

দেশ-বিদেশের সংগিতপ্রেমিদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে সংগঠনের সভাপতি হারুন অর রশিদ।

প্রসঙ্গগত, কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিজীবনের পরিশুদ্ধি এবং আর্তমানবতার কল্যাণের মাধ্যমে মহান আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ইতোমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় কুরআন শরিফ রাখার জন্য রিহাল বিতরণ, বিভিন্ন মসজিদে ছুতরা প্রদান, অজুখানা ও মসজিদের দেয়ালে কুরআন-হাদিসের বাণী ও মাসয়ালা-মাসায়িল সম্বলিত দেয়াল লিখন, স্টিকার সাঁটানো, এলাকার মসজিদ-মসজিদের আঙিনা, কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্নতা, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে প্রতিযোগিতাসহ নানা দ্বীনি ও সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সংগঠনটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নাপা সেবনে নয়, মায়ের পরকীয়ায় দুই শিশুর মৃত্যু

রাণীশংকৈলে উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বীরগঞ্জে সরস্বতী পূজা উদযাপন

দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো ২জনের বীরগঞ্জে ৩জন আহত

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত

আটোয়ারীর জিল্লুর রহমান (চয়নুল) স্বাভাবিক জীবন ফিরে পেতে আকুতি

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়

পঞ্চগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা