Saturday , 15 April 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন শাখার পরিচালক, একাডেমিক ও বৃত্তি শাখা, পরীক্ষা নিয়ন্ত্রক শাখা, হিসাব শাখা, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখা, অডিট সেল ও মেডিকেল সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের জন্য দিনব্যাপী “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি অতিথি ছিলেন ইনোভেশন টিম এর আহবায়ক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ইনোভেশন টিম এর আহবায়ক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। যার ম‚ল লক্ষ্য ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ২০০৯ সালে সরকার গঠনের পরই মন্ত্রী সভার প্রথম বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি শুদ্ধাচার কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। এটির প্রধান লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণম‚লক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের ৪ টি মৌলিক ভিত্তি হল স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ণমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এই ভিত্তিগুলো গঠনে আমাদের ভ‚মিকা রাখতে হবে। এক্ষেত্রে আজকের প্রশিক্ষণ গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। আজকের প্রশিক্ষণের উদ্দেশ্য হলো স্টেকহোল্ডারগণের কাছে সেবা সহজতর করা। তিনি বলেন, প্রশিক্ষণে প্রতিটি বিভাগ ও শাখার জন্য বাস্তবায়নযোগ্য একটি উদ্ভাবনী ধারণা সৃষ্টি/উদ্ভাবন করতে হবে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

রংপুরে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

চিনিকলকে বাঁচাতে ঘুরে দাড়াতে না পারলে চেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না –শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাকিয়া সুলতানা

ঠাকুরগাঁওয়ে সচেতনতায় মাস্ক বিতরণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন

টিফিনের টাকা বাঁচিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতা কর্মীরা চাঙ্গা কাউন্সিলদের ভোটে কমিটি গঠনের উদ্যোগ ৪ পদে ৭ জনের মনোনয়ন সংগ্রহ

পীরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রাণীশংকৈলে সাংবাদিকসহ ৫ জনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসাছাত্রীর !