Thursday , 20 April 2023 | [bangla_date]

৬ লক্ষাধিক মুসল্লির সমাগমের আশা আয়োজকদের দেশের বৃহত্তম ঈদ জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে সকাল ৯টায়

বড় উৎসব ঈদ-উল ফিতর আবার ঘুরে এলো। দেশের বৃহত্তম ঈদ জামাত মানেই দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের লাখো মুসল্লির জামাত। ঈদুল ফিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদের জামাত এর সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আবারও লাখো লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে। ঈদের দিন সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবারও ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।
এরই মধ্যে গোর-এ শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সুষ্ঠভাবে সম্পন্ন করার নিমিত্তে বৃহস্পতিবার কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভা হয়েছে। নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রং-সহ বিভিন্ন কাজ সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এবার আয়োজকরা আশা করছেন, ৬ লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত।
হুইপ ইকবালুর রহিম জানান ৫২ গম্বুজ বিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমন্ডিত গোরে শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ মিনারের ঈদুল ফিতরের বিশাল জামায়াতে প্রায় ৬ লাখের অধিক মুসুল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন।
এদিকে জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, পুরো ইদগাহ জুরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। সকাল ৭টা থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসবেন। মোট ১৯টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষন টাওয়ার । ৩০ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। মাইক বসানো হবে ১১০টি। এছাড়া ইমাম সাহেবকে সহযোগিতা কারার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ৫ শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য ক্যাম্প, ওজু করতে যেন অসুবিধা না হয় এজন্য ২৫০টি ওযুখানা এবং পানি খাবার ব্যবস্থা রাখা হবে। ইমামতি করবেন মাওলানা শামশুল হক কাশেমী।
জেলা প্রশাসক শাকিল আহমেদেও সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ বোরহান উল ইসলাম সিদ্দিকি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম,পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, ইসলামীক ফাউন্ডেশের ডিডি মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাশেমী, সাধারন সম্পাদক রফিকুল্লাহ মাজহারি প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজের এ ঈদগাহ মিনার। এই ৫০ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাবের (যেখানে ইমাম দাঁড়াবেন) উচ্চতা ৪৭ ফুট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক্স ইট দিয়ে আচ্ছাদিত। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলেই ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে। ২০১৭সাল থেকে প্রতিবছর এখানে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই গোর-এ শহীদ মযদানে একসঙ্গে ১০লাখ মানুষ ঈদের জামাত আদায় করতে পারার ব্যবস্থা রয়েছে। উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ দ্বিতীয়টি নেই। এছাড়াও পর্যটকদের কাছেও এটি দর্শনীয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সৌখিনতা থেকে দুম্বার খামার

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৩০

রানীশংকৈল প্রাথমিক শিক্ষা পরিবারের বনভোজন রানীসাগরে

ঠাকুরগাঁওয়ে গমের বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা

বিভিন্ন আয়োজনে বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে

আপনাদেরকে বুঝতে হবে-শেখ হাসিনা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে —- রাণীশংকৈলে মুহাঃ সাদেক কুরাইশী

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় থানায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে আলোচনা সভা

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের  ব্যবসায়ীদের বৈঠক

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক