Friday , 12 May 2023 | [bangla_date]

পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীকে অমানবিক প্রহার ঃ হাসপাতালে ভর্তি

পীরগঞ্জ প্রতিনিধি ।।পড়া দিতে না পারায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সতুল কোরআন নুরে জান্নাত হাফেজিয়া মহিলা মাদ্রাসার আবাসিক এক শিশু শিক্ষার্থীকে লাঠি দিয়ে অমানবিক ভাবে পেটানোর অভিযোগ উঠেছে মাদ্রাসার ওস্তাদদের বিরুদ্ধে। বিষয়টি জানার পর শুক্রবার সকালে ওই শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন তার পরিবারের লোকজন। অভিযোগ বিষয়ে মাদ্রাসা প্রধান আল মামুন বলছেন “ পড়ার জন্য দু’এক বেত মারা হয়, এটা ভুল হয়ে গেছে আর এ রকম হবে না”।
পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের মহিলা বিভাগের ৩০ নম্বর বিছানায় চিকিৎসাধীন মুমতারি জাহান তিথি (৯) নামে এক শিক্ষার্থীর পিতা উপজেলার একান্নপুর/খটশিংগা গ্রামের মুসাদ্দেক জানান, তার মেয়ে একই এলাকার সতুল কোরআন নুরে জান্নাত হাফেজিয়া মহিলা মাদ্রাসার আবাসিকে থেকে নাজরা বিভাগে অধ্যায়ন করছে। শুক্রবার সকালে মাদ্রাসার থেকে তার মেয়েকে ছুটি নিয়ে বাড়িতে আনা হয়। পরে গোসল করানোর সময় তিথির শরীরের মারপিটের চিহৃ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তিথির মা আকতারি বেগম। এ নিয়ে এলাকায় হৈ চৈ পড়ে যায়। পরে শিক্ষার্থী তিথি তার পিতা-মাতা সহ বাড়ির লোকজনকে জানায়, শুদ্ধ ভাবে পড়া দিতে না পারায় তাকে সহ অন্যান্য শিক্ষার্থদের লাঠি দিয়ে প্রতিদিনই পেটানো হয় এবং এ কথা বাড়ির কাউকে জানালে আরো পেটানো হবে বলে ভয় দেখান মাদ্রাসার প্রধান মামুন হুজুর। এতে ভয়ে সে কাউকে বিষয়টি জানায়নি।
ঘটনা শুনার পর ঐ শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালের মহিলা বিভাগের ৩০ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছে তিথি।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোয়ান জানান, শিশুটির হাতে -পায়ে লাঠি দিয়ে পিটানোর কিছু চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ঐ মাদ্রাসায় শিক্ষার্থী পেটানোর ঘটনা এটা নতুন নয়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। মাদ্রাসার মামুন হুজুর জরিমানাও দিয়েছেন।
তিথির পিতা জানান, তিনি থানায় গিয়েছিলেন। মামলার প্রস্তুতি চলছে।
হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, শিক্ষার্থী পেটানোর ঘটনা ওই শিশুর পিতা তাকে জানিয়েছেন। তিনি থানায় মামলা করার কথা বলেছেন।
এ বিষয়ে ঐ মাদ্রাসার প্রধান আল মামুন বলেন, পড়ার জন্য দু’এক বেত দেয়া হয়, আসলে এটা ভুল হয়ে গেছে আর এমটা হবে না।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মাসুদ রানা হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে মৃত্যুবরণ করেন ।ইন্নালিল্লাহে- – রাজেউন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

বীরগঞ্জে নব শিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও শিল্পীদের মাঝে শীতবন্ত্র বিরতণ

পঞ্চগড় সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু

বাংলাবান্ধা বন্দরে বাড়ছে পাথর আমদানি, সংকট জায়গার!

বীরগঞ্জে জনপ্রিয় হচ্ছে অনলাইনে কোরবানির পশু বেচাকেনা

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি: প্রধানমন্ত্রী

ইজিবাইক চুরি করতে গিয়ে পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণীকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে দেয় সাজ্জাদ -সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের এসপি