Wednesday , 24 May 2023 | [bangla_date]

খানসামার প্রতিবন্ধী জাহানুরকে এইড আ্যপিল অস্ট্রেলিয়ার দোকান উপহার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী জাহানুর ইসলামকে স্বনির্ভরতা বিতরণ এর আওতায় এইড অ্যাপিল অষ্ট্রেলিয়ার পক্ষ থেকে মালামালসহ ভ্যারাইটি স্টোর উপহার প্রদান করা হয়েছে। এতে জাহানুর ইসলাম সহ তার পরিবার আনন্দিত ও খুশি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পরিষদের পার্শ্ববর্তী গ্রাম জাহাঙ্গীর পুরের জাহানুর ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও অনেক কষ্টে ভ্যান চালাইত। তবে তিনি প্রতিবন্ধী হওয়ায় তার ভ্যানে লোকজন খুব কম চলাচল করত। এভাবে উপার্জন কম হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি মানবেতর জীবন যাপন করে আসছে। তার ২টি সন্তানের মধ্যে একটি মেয়েও প্রতিবন্ধী। অনেক দিন ধরে জাহানুর ইসলাম একটি দোকান দিয়ে সংসার চালানোর পরিকল্পনা করে। কিন্তু তার কাছে কোন টাকা পয়সা না থাকায় সেই স্বপ্ন আর পূরণ হয় নি। তার এই দুর্দশার কথা শুনে এইড অ্যাপিল অষ্ট্রেলিয়ার প্রতিনিধি খানসামা উপজেলার গরীব-দুস্থ মানুষের আস্থার প্রতীক স্বেচ্ছাসেবী আঃ জব্বার ছুটে যান তার বাড়িতে। পরে তিনি জাহানুরের বিষয়টি এইড অ্যাপিল অষ্ট্রেলিয়ার ফাউন্ডার ও চেয়ারম্যান সাঈদ আবদুল্লাহকে অবগত করলে তিনি জাহানুরকে আশ্বাস প্রদান করে যে তাকে একটি মুদিখানার দোকান করে দিবে। এরই প্রেক্ষিতে প্রতিনিধি আঃ জব্বার এইড অ্যাপিল অষ্ট্রেলিয়ার অর্থায়নে জাহানুরের জন্য একটি সুন্দর ব্যতিক্রমধর্মী ভ্যারাইটি স্টোর তৈরি সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল প্রদান করে।
জাহানুর ভ্যারাইটি স্টোর গত মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে জাহানুর ইসলামকে প্রদান করা হয়। এমময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, সহকারী কমিশনার (ভ‚মি) মারুফ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, এইড অ্যাপিল অষ্ট্রেলিয়ার প্রতিনিধি আঃ জব্বার প্রমুখ।
এইড অ্যাপিল অষ্ট্রেলিয়ার প্রতিনিধি আঃ জব্বার জানান, দুঃস্থ প্রতিবন্ধীদের নিয়ে এক কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এইড আ্যপিল অস্ট্রেলিয়ার ফাউন্ডার ও চেয়ারম্যান সাঈদ আবদুল্লাহ বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ করে দুঃস্থ প্রতিবন্ধীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। জাহানুর যাতে শুধু জীবিকা নির্বাহ নয় আগামীতে এই দোকান করে স্বাবলম্বী হতে পারে এজন্য দোকানঘর সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল কিনে দেওয়া হয়েছে। এসব পেয়ে জাহানুর ইসলামের পরিবার আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং খুশি হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন

বীরগঞ্জে অ’গ্নিকা’ন্ডে ক্ষ’তিগ্র’স্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

১০দফা দাবীতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

রানীশংকৈলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

রাণীশংকৈলে দুই শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে উত্তেজনা,সংঘাতের আশঙ্কা

মার্চ না আসা পর্যন্ত বলতে পারব না যে আমরা নিরাপদ: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের জয়কে “অঘটন” হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম

কান্তজীউ মন্দির পরিদর্শনে প্রত্নতত্ব¡ অধিদপ্তরের মহাপরিচালক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন – সুজন এমপি

ঈদ উপলক্ষে বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ