Monday , 15 May 2023 | [bangla_date]

খানসামায় প্রধান শিক্ষক দীনেশ সরকারের বিদায় সংবর্ধনা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান উত্তর ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনায় তাঁকে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান করেন।
সোমবার বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে অবস্থিত উত্তর ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে খানসামা মহিলা কলেজের প্রভাষক অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী, সহকারী শিক্ষা অনুপম ঘোষ, সাখাওয়াত হোসেন, ছাতিয়ানগড় উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু মনোরঞ্জন রায়, ইউপি সদস্য তমিজ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সংবর্ধণা অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজ একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করেছেন। জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার অনন্য এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। আলোকিত মানুষ গড়ার এক অন্যরকম কারিগর। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। উত্তর ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। দেশ, জাতি ও প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৩বছর পর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৯২ব্যাচের পুর্নমিলনী ও সম্মাননা প্রদান

বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন সেতাবগঞ্জে

পৃথিবীর অন্যতম পুষ্টিকর অ্যাভোকাডো রাণীশংকৈলে

হরিপুরে মাদ্রাসার ভবন উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনায় আক্রান্ত

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

দিনাজপুরে জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই ট্রাকের কেবিনে ভয়াবহ আগুনে ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার