Thursday , 25 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পাভেল তালুকদার আর নেই!

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার (৩২)মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৪ মে ) দিবাগত রাত্রি ১:৪৫ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,মা,ভাইবোন, তিন মাসের শিশুসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত মঙ্গলবার (১৬ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ভর্তি শেষে সেখানেও চিকিৎসার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। পরে দিনাজপুর থেকে হেলিকপ্টার যোগে বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৩ টায় ঢাকায় নিয়ে যায়। ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ মে ) দিবাগত রাত্রি ১:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (তালুকদার পাড়া) গ্রামের মৃত শফিউর রহমান তালুকদারের ২য় ছেলে মরহুম পাভেল তালুকদার উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের দুই দুইবারের সফল চেয়ারম্যান ছিলেন। তিনি নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে।
তার মৃত্যুতে আমগাঁও ইউনিয়নবাসি,হরিপুর উপজেলাসহ ঠাকুরগাঁও জেলায় শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে ৫ টায় নন্দগাঁও ( নন্দগাও তালুকদার পাড়া) এতিমখানা মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন : মাসে মাসে চলবে অভিযান

শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে দিনাজপুরে ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি

ঠাকুরগাঁয়ে বৃষ্টি জন্য পানি নামায আদায়

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

পীরগঞ্জে ১৯০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জের নব নির্বাচিত ইউপি সদস্যকে ইয়াবা সহ দুইজন আটক

প্রধানমন্ত্রীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করলেন সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কর্তৃপক্ষ

পদ্মা সেতুর মত কোন ষড়যন্ত্র আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না-এমপি গোপাল