Tuesday , 23 May 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১১ জন আহত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার আসার পথে উপজেলার শালবাহান ডাহুক ব্রীজের গুচ্ছগ্রাম এলাকায় জাতীয় মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সদর ইউনিয়নের সাইফুল ইসলাম (৬০), তিরনইহাট ইউপির দৌলতপাড়ার শিক্ষার্থী অপু (২৫), শালবাহান ধারাগছ এলাকার রফিকুল (৪৫), শাপলা (২০), নামাগছের রফিক (৪৫), সর্দারপাড়ার আব্দুল গণি (৫৯), সিপাইপাড়ার তুষার (৪০), ডেমগছের হাসিবুল ইসলাম (৪০), বুড়ীমুটকী এলাকার জিতেন রায় (৪৫) ও সলিম (৫৫)। এদের মধ্যে সাইফুল ইসলাম, অপু, রফিকুল, হাসিবুল, আব্দুল গণি ও শাপলাসহ ৬জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। তেঁতুলিয়া হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ফোর সিস্টার নামের যাত্রীবাস তেঁতুলিয়ায় আসার পথে ডাহুক ব্রীজ সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়। এতে বাসটির যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত বাসযাত্রী তুষারসহ কয়েকজন জানান, আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় আসছিলাম। ডাহুক ব্রীজ পার হলে গুচ্ছগ্রাম স্থানে আসলে সামনে বাতাস ও বিজলী চমকায়। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমরা অনেক যাত্রী দূর্ঘটনার শিকার হই। ।

তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশের এসআই ফরহাদ হোসেন বলেন, দুপুরে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী তেঁতুলিয়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১১ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি সড়কে হেলেদুলে আসছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন। বাসটির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কেউ মারা যাননি। সবাই প্রাণে বেঁচে গেছেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দুই পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মিলছে না প্রতিকার

রাণীশংকৈলে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে

মুক্তিযুদ্ধে এক কোটি শরনার্থীকে সেবা দেয়ার জন্য রামকৃষ্ণ আশ্রম ও মিশনকে স্বাধীনতা পুরস্কারে ভুষিত করা উচিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত !

হরিপুরে বীর মুক্তিযোদ্ধার ঘরের ভিত্তিপ্রন্তর উদ্বোধন

করোনা প্রতিরোধ কমিটির সভা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

পঞ্চগড়ে বিজিবির টাস্কফোর্স অভিযানে ২৪ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর